দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : এদিন ঘটনার ছবি দেখতে পাওয়া গেল হাওড়ার বালিতে, যাত্রীবাহী সরকারি বাস লক্ষ করে চালানো হলো গুলি। সূত্র অনুযায়ী বাসের দুটি জানালার কাঁচ ভেঙ্গে গিয়েছে গুলি চালানোয়। যদিও কে বা কারা গুলি চালিয়েছে, সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।
যে বাসটিতে গুলি চালানো হয়েছে সেই বাসটিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সকাল ১০টা নাগাত বালি থেকে সল্টলেক করুণাময়ীর দিকে যাওয়ার জন্য ছেড়েছিল সরকারি বাসটি, বাসে উপস্থিত ছিলেন প্রায় পঞ্চাশেক যাত্রী। বাসটি লালবাড়ি কাছে পৌঁছাতেই শোনা যায় গুলির শব্দ, যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
যাত্রীদের দাবি বাসটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বালি থানার পুলিশ এবং নিরাপত্তার স্বার্থে প্রথমেই বাসের যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
নির্বাচন চলাকালীন এর আগেও হাওড়ার বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক সংঘর্ষ হয়েছে বলে খবর। কিন্তু এই যাত্রীবাহী বাসে কে বা কারা গুলি চালিয়েছে তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।
মঙ্গলবার ঘটে যাওয়া এই ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই তবে সুস্থির খবর এইযে যাত্রীদের কোনরকম ক্ষতি হয়নি। তদন্তে নেমেছে পুলিশ।