দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্যে একদিনে করােনা আক্রান্ত ৮৪১৯ জন । গত ২৪ ঘণ্টায় করােনায় মৃত্যু ২৮ জনের । রাজ্য সরকারের প্রকাশিত হিসেব অনুযায়ী আজ নতুন করে করােনা সংক্রমিত হয়েছেন ৮৪১৯ জন । সবমিলিয়ে রাজ্যে করােনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালাে ৬৫৯৯২৭ । গতকাল অবধি , মােট করােনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৫১৫০৮ ।
এখনও পর্যন্ত রাজ্যে করােনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৯৬৩৮। এবার সংক্রমণে সব থেকে এগিয়ে কলকাতা , উত্তর ২৪ পরগনা । গত ২৪ ঘণ্টায় কলকাতা জেলায় করােনায় নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজারেরও বেশি মানুষ ।
উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় করােনা আক্রান্ত হয়েছেন ১৮৬০ জন। রাজ্যের করােনা পরিস্থিতি উদ্বেগজনক । তিনটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
করােনাকালে কেন্দ্রীয় সরকার ৬৫ মিলিয়ন ভ্যাকসিন বিদেশে রফতানি করেছে । অন্যদিকে দেশের মানুষ মাত্র ৫২ মিলিয়ন ভ্যাকসিন পেয়েছে । অন্যদিকে কোভিড -১৯ রুখতে নতুন আদেশনামা জারি করেছে রাজ্য সরকার । সমস্ত প্রকাশ্য জায়গা ও পরিবহণে মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে । সেই সামাজিক দূরত্ববিধি কঠোরভাবে পালন করতে বলা হয়েছে নির্দেশিকায় । সরকারি দফতরগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে । সব সরকারি ও বেসরকারি অফিসে সপ্তাহে একদিন স্যানিটাইজ করতে বলা হয়েছে । বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে যথাসম্ভব ওয়ার্ক ফ্রম হােমে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়াও স্টেডিয়াম ও সুইমিং পুলে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে সরকারি নির্দেশে ।