30 C
Kolkata
Friday, June 9, 2023
More

    রাজ্যে এখনই লকডাউন বা নাইট কার্ফুর পরিস্থিতি হয়নি, জানিয়ে দিলেন মমতা….

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দেশজুড়ে ক্রমাগত হারে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। ভারতবর্ষে ইতিমধ্যেই আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ভাইরাসের এই দ্বিতীয় ঢেউ সামলাতে বর্তমানে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।

    পশ্চিমবঙ্গের অবস্থাও বর্তমানে আশঙ্কাজনক। বর্তমানে হু হু করে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। কিন্তু এই সকল পরিস্থিতি সত্বেও এখনই লকডাউন বা নাইট কার্ফু করার দরকার হবে না বলেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    সোমবার সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখনই লকডাউন জারির কোনও পরিকল্পনা নেই। লকডাউন করলেই কি সব বদলে যাবে? লোকের অসুবিধা হবে না! নাইট কার্ফু করে কিছু হবে না। নাইট কার্ফু কোনও সমাধান নয়।”

    এছাড়াও রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
    মুখ্যমন্ত্রী বলেন “আতঙ্কের কোনও কারণ নেই। টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে।২০০ সেফ হোমে ১১ হাজার বেড রয়েছে। আরও সাড়ে ৪ হাজার বেড বাড়ানো হবে। ৪০০ অ্যাম্বুল্যান্স রয়েছে। রাজ্য সরকার সবরকম পদক্ষেপ গ্রহন করছে।”

    এদিন সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন “ওয়ার্ক ফ্রম হোমে জোর দেওয়া হয়েছে। স্কুলগুলিতে ছুটি দেওয়া হয়েছে।নির্বাচনটা একদিনে করে নিলে ভালো হত। নির্বাচন প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি শেষ হবে, তত প্রশাসন ভালো ভাবে কাজ করতে পারবে এই পরিস্থিতিতে। ভোট সামলাবে না কোভিড সামলাবে, কোনটা করবে। ছোট ছোট প্রচার সভা করা যেতে পারে”।

    এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ইতিমধ্যেই নিজের প্রচারসভাগুলিকে সংকুচিত করেছেন। এখন ভবিষ্যতে করোনার বিরুদ্ধে রাজ্য সরকার কিভাবে লড়াই করে, সেটাই দ্রষ্টব্য বিষয়।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...