দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দেশজুড়ে ক্রমাগত হারে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। ভারতবর্ষে ইতিমধ্যেই আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ভাইরাসের এই দ্বিতীয় ঢেউ সামলাতে বর্তমানে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।
পশ্চিমবঙ্গের অবস্থাও বর্তমানে আশঙ্কাজনক। বর্তমানে হু হু করে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। কিন্তু এই সকল পরিস্থিতি সত্বেও এখনই লকডাউন বা নাইট কার্ফু করার দরকার হবে না বলেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখনই লকডাউন জারির কোনও পরিকল্পনা নেই। লকডাউন করলেই কি সব বদলে যাবে? লোকের অসুবিধা হবে না! নাইট কার্ফু করে কিছু হবে না। নাইট কার্ফু কোনও সমাধান নয়।”
এছাড়াও রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন “আতঙ্কের কোনও কারণ নেই। টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে।২০০ সেফ হোমে ১১ হাজার বেড রয়েছে। আরও সাড়ে ৪ হাজার বেড বাড়ানো হবে। ৪০০ অ্যাম্বুল্যান্স রয়েছে। রাজ্য সরকার সবরকম পদক্ষেপ গ্রহন করছে।”
এদিন সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন “ওয়ার্ক ফ্রম হোমে জোর দেওয়া হয়েছে। স্কুলগুলিতে ছুটি দেওয়া হয়েছে।নির্বাচনটা একদিনে করে নিলে ভালো হত। নির্বাচন প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি শেষ হবে, তত প্রশাসন ভালো ভাবে কাজ করতে পারবে এই পরিস্থিতিতে। ভোট সামলাবে না কোভিড সামলাবে, কোনটা করবে। ছোট ছোট প্রচার সভা করা যেতে পারে”।
এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ইতিমধ্যেই নিজের প্রচারসভাগুলিকে সংকুচিত করেছেন। এখন ভবিষ্যতে করোনার বিরুদ্ধে রাজ্য সরকার কিভাবে লড়াই করে, সেটাই দ্রষ্টব্য বিষয়।