দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : দ্বিতীয় ঢেউয়ে রােজই নতুন রেকর্ড গড়ছে করােনা সংক্রমণ ।
তবে ভােটের বঙ্গে মঙ্গলবার তা ছাপিয়ে গেল সর্বকালীন রেকর্ড । স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী , গত ২৪ ঘণ্টায় নতুন করে করােনায় আক্রান্ত হয়েছেন ৯৮১৯ জন , প্রাণহানি ৪৬ জনের । ক্রমশই কমছে সুস্থতার হার । গত ২৪ ঘণ্টায় করােনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮০৫ জন। শতকরা হার ৮৯.৮২ শতাংশ । বেশ কয়েকদিন সময় আগেও এই হার ছিল ৯২ শতাংশের বেশি । সংক্রমণের শীর্ষে সেই কলকাতা । এখানে একদিনে সংক্রমিত ২২৩৪ জন । এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা । এই জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯০২ জন করােনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ।
নির্বাচনী আবহে বাংলার করােনা পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে । সভাগুলােয় ভিড় এবং করােনা সংক্রমণ হু হু করে বাড়তে থাকায় নির্বাচন কমিশন আরও কড়া হয়েছে । বিভিন্ন রাজনৈতিক দলগুলিও সমর্থকদের আনাগােনায় লাগাম টেনেছে ।
এই অবস্থায় সােমবারই মুখ্যমন্ত্রী জরুরি সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন । রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে আগেরবারের তুলনায় কোভিড বেড বাড়ানাে হয়েছে ৪৫ শতাংশ । উত্তীর্ণ , গীতাঞ্জলির মতাে স্টেডিয়াম , মুক্তমঞ্চকেও সেফ হােম হিসেবে তৈরি করা হচ্ছে । এছাড়া ১২ টি পুলিশ হাসপাতালেও করােনা চিকিৎসার পরিকাঠামাে গড়ে তােলা হচ্ছে ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী , গত ২৪ ঘণ্টায় ৫০ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে , তার মধ্যে ৬.৮৫ শতাংশ রিপাের্ট পজিটিভ।