দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এবার কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে কটূক্তির জেরে কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে শোকজ করল নির্বাচন কমিশন।
কিছুদিন পূর্বে সোশ্যাল মিডিয়ায় ফিরহাদ হাকিম এর একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তাকে বিজেপি ও কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে কুকথা বলতে শোনা গিয়েছিল। ফিরহাদ হাকিমের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপি। এবার সেই অভিযোগের প্রেক্ষিতে শোকজ করা হল ফিরহাদ হাকিমকে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তার কাছ থেকে এই ইস্যুতে জবাব তলব করেছে নির্বাচন কমিশন।
কমিশনের পাঠানোর নোটিশে তারা উল্লেখ করেছে যে ফিরহাদ হাকিমের বক্তব্য আদর্শ আচরণবিধির পরিপন্থী, যার জেরে তার থেকে এরূপ বক্তব্যের পরিপ্রেক্ষিতে জবাব তলব করেছে নির্বাচন কমিশন। যদিও ফিরহাদ হাকিম ইতিপূর্বে দাবি করেছিলেন যে এই ভিডিওটি মূলত বিজেপির আইটি সেলের তার বিরুদ্ধে করা একটি চক্রান্ত। এখন কমিশনের শোকজের জবাবে ফিরহাদ হাকিম কি উত্তর দেন, সেটাই দেখার বিষয়।