দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বেআইনি অর্থলগ্নি সংস্থা ‘রোজভ্যালি গ্রুপ অব কোম্পানিজ’-এর স্থাবর ও অস্থাবর সমস্ত সম্পত্তি এবার বাজেয়াপ্ত করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ওরফে ইডি। জানা গেছে সব মিলিয়ে মোট ৩০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
সম্প্রতি সিবিআই, রোজ ভ্যালির অন্যতম কর্ণধার গৌতম কুন্ডুর স্ত্রী, অর্থাৎ শুভ্রাকে গ্রেফতার করে। এদিকে ২০১৫ সাল থেকে জেলেই আছেন গৌতম। সিবিআই সূত্রে খবর, গৌতম জেলে যাওয়ার পর রোজ ভ্যালির দায়িত্ব চলে যায় তার স্ত্রীর কাছে।
শুক্রবার ইডি-র তরফে জানানো হয় যে, ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট অনুসারেই রোজভ্যালি গ্রুপের এই স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।’রোজ ভ্যালির বিরুদ্ধে প্রায় ১৭ হাজার কোটি টাকা জালিয়াতির অভিযোগ উঠেছিল। বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সেই মামলায় গত বছরের মার্চ পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পেরেছে ইডি।
এক্ষেত্রে কেন্দ্রীয় গোয়েন্দারা অভিযোগ করেন যে, ‘রোজ ভ্যালির কোটি কোটি টাকা পাচার করে দেন শুভ্রা। তাঁর বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণও রয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, গ্রেফতার হওয়ার পর জেল থেকে যাঁদের সঙ্গে নিয়মিত কথা বলতেন গৌতম, তাঁদের মধ্যে অন্যতম শুভ্রা। গোয়েন্দাদের সন্দেহ, গৌতমের নির্দেশেই কাউকে কিছু না-জানিয়ে বিপুল পরিমাণ টাকা সরিয়ে ফেলেন শুভ্রা।’ এমনকি বিদেশেও টাকা সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা।