দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আবারও অমানবিকতার ছায়া পড়লো শহরে। মৃত্যুর পর ১১ ঘণ্টা কেটে গেলেও সৎকার হলাে না করােনা আক্রান্ত মৃতদেহের। নিজের বাড়িতেই ঘন্টার পর ঘন্টা পড়ে রইলেন অবসর প্রাপ্ত রেলকর্মী অসিত দে।
ঘটনাটি বাগুইহাটি থানার রঘুনাথপুর এলাকায় ঘটে ।স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা চলছিল অসিত বাবুর। গতকাল রাতে শারীরিক অসুস্থতা অবনতি হওয়ায় তাঁর স্ত্রী অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও বেড মেলেনি। অবশেষে বিনা চিকিৎসায় এম্বুলেন্সেই মৃত্যু হয় তাঁর।
বাগুইহাটি থানার রঘুনাথপুরের বাড়িতে গতকাল রাত থেকে মৃত স্বামীকে আগলে বসে রয়েছেন তাঁর স্ত্রী। জানা যায়, তিনি নিজেও করোনা আক্রান্ত। স্থানীয় বাসিন্দাদের অভিযােগ যে, গতকাল থেকে মৃতদেহ সৎকারের জন্য একাধিক জায়গায় ফোন করা হলেও, কোনো পরিষেবা মেলেনি। অবশেষে বাগুইআটি থানার পুলিশ আধিকারিক সকালে এসে ব্যাবস্থাপনা করেন।
এদিকে, দেশে ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। তারমধ্যে আবার উপরি সঙ্কট! দরকারে মিলছে না হাসপাতালের বেড, আর না মিটছে পর্যাপ্ত অক্সিজেনের ঘাটতি। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, স্বাস্থ্য পরিকাঠামোর অনাচার আর সেইসাথে শহরে ঘটে চলেছে এহেন অমানবিক কাজকর্ম।