দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দেশজুড়ে করােনার প্রকোপ উত্তরোত্তর বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে বাংলার দৈনিক সংক্রমণের হার। এবার করোনার থাবা রুখতে তৎপর হয়েছে প্রশাসন। তবে রাজ্যজুড়ে এখনই লকডাউন নয়, কিন্তু এলাকা ভিত্তিক বিধিনিষেধ আরােপের জন্য পুরসভাগুলিকে অনুমতি দিয়ে দিল নবান্ন।
দক্ষিণ দমদম পুরসভা এদিন নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। নির্দেশে বলা হয়েছে , সপ্তাহে তিন দিন লকডাউন চলবে। সােমবার, বুধবার, শুক্রবার অর্থাৎ এই তিন দিন পুরো ২৪ ঘন্টাই দক্ষিণ দমদম পুরসভার অন্তর্গত সমস্ত দোকান , বাজার , শপিং মল , রেস্টুরেন্ট ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এই সোমবার থেকেই জারি থাকবে এই নিয়ম।
এক্ষেত্রে অবশ্য আগেরবার লকডাউনের মতোই ওষুধ – পত্র ও চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলিকে এই নির্দেশিকার আওতার বাইরে রাখা হয়েছে । চালু থাকবে সমস্ত জরুরি পরিষেবাও । এখনও পর্যন্ত ঠিক কতদিনের জন্য দোকান বাজার শপিং মলের উপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে তা স্পষ্ট করেননি পুর প্রশাসক । পুরসভার নির্দেশ না মেনে নির্দিষ্ট দিনগুলিতে যদি কোনও দোকান খােলা রাখা হয় , তবে তার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলেও জানানো হয়েছে ওই নির্দেশিকায়।
নবান্ন সূত্রে খবর , ‘পুরসভাগুলি স্থানীয় পরিস্থিতি বুঝে যদি এমন ব্যবস্থা নেয় তাতে সরকারের কোনও আপত্তি নেই । যেখানে অতিশয় হারে করােনা ছড়াচ্ছে সেখানে এ ধরনের ব্যবস্থা নিলে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে কার্যকরী হতে পারে ।’