দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, মে মাসের শুরুতেই মিলবে বৃষ্টির দেখা। আর সেই পূর্বাভাস মতই আজ রাজ্যের বেশকিছু এলাকায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ২ মে রাজ্যে ভোট গণনার দিন পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণের বেশকিছু জেলায় রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। এমনকি ৪-৫ দিন পর্যন্ত স্থায়ী থাকবে এরূপ আবহাওয়া।
শনিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সকালের দিকে বেশ কিছু এলাকায় আংশিক রৌদ্রোজ্জ্বল আকাশ এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও, সর্বনিম্ন তাপমাত্রার কোন পরিবর্তন নাও হতে পারে। তবে সকালের দিকে কিছুটা মেঘলা আবহাওয়া থাকলেও, বেলার দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।