দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: একুশের ভোটের পর বাংলায় তৃতীয় বারের মতো জয়লাভ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতায় ফের ক্ষমতায় আসতে চলেছে ঘাসফুল শিবির। প্রধান প্রতিপক্ষ দল বিজেপিকে অনেকটা পিছনে ফেলে জয়ের পথে এগিয়ে গেছেন তৃণমূল। বাংলায় বিধানসভা নির্বাচনের এই রায় দেখে বিতর্কিত মন্তব্য করে বসলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
যে কোনো কন্ট্রোভার্সিতে বরাবরই জড়ান কঙ্গনা। এবার বাংলার রায় নিয়ে মুখ খুলে ফের সমালােচিত হলেন বলি – নায়িকা । সম্প্রতি একটি টুইটে তিনি লেখেন , ‘ বাংলাদেশী আর রােহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি । যা ট্রেন্ড দেখছি , সেখানে হিন্দুরা আর সংখ্যাগরিষ্ঠতায় নেই । তথ্য অনুযায়ী , বাংলার মুসলিমরা সবচেয়ে গরীব আর বঞ্চিত । ভাল , আর একটা কাশ্মীর হতে চলেছে । ‘
এর আগেও মুম্বইয়ে তার অফিসের বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার সময় বৃহন্মুম্বই পুরনিগমের আচরণ দেখে মুম্বইকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। এমনকি কৃষক আন্দোলনের সময়ও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে সমালােচিত হয়েছিলেন অভিনেত্রী।