দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রাজনীতির ময়দানে আবারও তোলপাড়। নন্দীগ্রামে একটি অডিও ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। ভােটের ফল প্রকাশের পর সামনে এল একটি অডিও টেপ। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্ৰলয় পালের দাবি , তার সঙ্গে এই অডিও টেপে রয়েছে শুভেন্দু অধিকারীর কণ্ঠস্বর।
জানা যায়, ভোটের ফল প্রকাশের পর এলাকায় অশান্তির কথা জানাতে শুভেন্দু অধিকারীকে ফোন করেছিলেন প্রলয়বাবু। আর সেই ফোনেই বিজেপির পরাজয়ের জন্য হিন্দুদেরকেই দায়ী করলেন শুভেন্দু। প্রলয়ের বক্তব্য, তার সাথে শুভেন্দুর কথা হয়েছে ঠিকই তবে এই অডিও তিনি ফাঁস করেননি। সম্ভবত তাঁর ফোন ট্যাপ করা হচ্ছে। সেই সূত্র থেকেই অডিও বাইরে আসতে পারে।
যদিও এ বিষয়ে শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত মুখ খোলেননি।
রবিবার ভোটের রেজাল্ট ঘোষণার পর সোমবার সকাল থেকেই নন্দীগ্রাম বিধানসভার বিভিন্ন জায়গায় অশান্তি শুরু হয়েছিল। এনিয়েই বিজেপির জেলা সহ সভাপতি প্রলয় পাল শুভেন্দু অধিকারীকে ফোন করে সহযোগিতা চান। অডিও ক্লিপ অনুযায়ী, সেই ফোনে শুভেন্দু অধিকারী বলেন, ‘হিন্দুরা একটু বুঝুক। হিন্দু এলাকায় শুভেন্দু ৪০০ আর মমতা বন্দ্যোপাধ্যায় ৩০০ভোট। অথচ মুসলিম পাড়ায় ৭০০ভোটের মধ্যে সাতশো মমতার। মুসলিম পাড়ায় বিজেপি পেয়েছে পাঁচটা, দশটা, ১২টা ১৫টা। আর আমাদের জঙ্গি কর্মীরা এখানে থাকুক। তারা জামাকাপড় নিয়ে চলে আসুক। এখন তো কোনও কাজ নেই। তাঁরা এখানে থাকলে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেব আমি।’
এই অডিও সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ‘হিন্দু সম্প্রদায়ের লোকজন কাকে ভোট দেবেন সেটা কি শুভেন্দুবাবুরাই ঠিক করে দেবেন? নাকি বিজেপি হিন্দু ধর্মের ঠিকা নিয়েছে?’ এদিকে, ভােটের মধ্যে একাধিক অডিও টেপ ফাঁস চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক ক্ষেত্রে। এবার ভােটের ফল বেরােনাের পর সামনে এল আরও এক চাঞ্চল্যকর অডিও টেপ। যা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে।