দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : একুশের বিধানসভা ভোটে হারের পর শিলিগুড়ির পুরপ্রশাসক পদ ছাড়লেন অশোক ভট্টাচার্য। তাঁর বদলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে সেই দায়িত্ব দেওয়া হল।
করোনার কারণে রাজ্যে পুরসভার ভোট হয়নি নির্দিষ্ট সময়ে।
ভোটের ফলপ্রকাশের দিন হার স্বীকার করে নিয়েছিলেন অশোক ভট্টাচার্য। তারপর যাবতীয় দায়িত্ব ছাড়লেন অশোক ভট্টাচার্য।
তাঁর মতে, আইএসএফের সঙ্গে জোট ভুল হয়েছিল। তাতেই শূন্য হাতে ফিরতে হয়েছে বামেদের। একুশের ভোটে বাংলার বুক থেকে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বামেরা।
২০১১ ও ২০১৬ সালে রাজ্যে তৃণমূলের মাঝেও শিলিগুড়ির বামদুর্গ অক্ষত রাখতে সক্ষম হয়েছিলেন অশোক ভট্টাচার্য। পরবর্তীতে পুরভোটেও সিপিএমের সেই দাপট অব্যাহত ছিল। একুশের ভোটে আর সেই রেকর্ড ধরে রাখতে পারেননি অশোক ভট্টাচার্য। ভোটের পর শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে দায়িত্ব থেকে সরে গেছেন তিনি।