দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভাইকে হারালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাতে নিউ ইয়র্কের ম্যানহাটনের প্রেসবিটারিয়ান হাসপাতালে মৃত্যু হয় ৭২ বছর বয়সী রবার্ট ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টে সরকারি বাসভবন হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে রবার্ট ট্রাম্পের মৃত্যুর কারণ জানায়নি হোয়াইট হাউস। বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “সে শুধু আমার ভাই ছিল না, সে আমার সেরা বন্ধুও ছিল।” শনিবার শেষ রাতের বিবৃতিতে ট্রাম্প বলেন, “তাকে খুব মিস করব, কিন্তু আমাদের আবার সাক্ষাৎ হবে।”
ট্রাম্প পরিবারের ঘনিষ্ট বন্ধুর বরাত দিয়ে নিউইয়র্ক টামইস জানিয়েছে, রবার্টের রক্ত পাতলা হয়ে গিয়েছিল এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। ট্রাম্পের চেয়ে দুই বছরের ছোট রবার্ট গত মাস থেকেই অসুস্থ হয়ে পড়েন। গত কয়েক সপ্তাহ তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না। শুক্রবার ম্যানহাটনের হাসপাতালে ভাইকে দেখতে যান প্রেসিডেন্ট ট্রাম্প।
রবার্ট ট্রাম্প বর্তমান মার্কিন প্রশাসনের একজন শীর্ষ নির্বাহী ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ছিল। ডোনাল্ড ট্রাম্পের চার ভাই-বোনের মধ্যে সবার ছোট রবার্ট ট্রাম্প। রিয়েল এস্টেটের ব্যবসার পাশাপাশি ট্রাম্পের প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টও ছিলেন তিনি।