30 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    করোনা মোকাবিলায় বড় উদ্যোগ রাজ চক্রবর্তীর, ২৫০ বেডের কোভিড হাসপাতাল তৈরী করছেন পরিচালক

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিধানসভায় ব্যারাকপুরের বিধায়ক হিসাবে শপথগ্রহণের পরেই কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের পথে নামলেন পরিচালক রাজ চক্রবর্তী । ২০০ থেকে ২৫০ বেডের কোভিড হাসপাতাল খােলার উদ্যোগ নিয়েছেন পরিচালক তথা তৃণমূল বিধায়ক।

    সূত্রের খবর , তিনি সম্প্রতি ব্যস্ত রয়েছেন ব্যারাকপুর এলাকার কাজেই। শনিবার সােশ্যাল মিডিয়ায় তিনি লেখেন , ‘ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ১০৮ ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র এবং সংলগ্ন অঞ্চলের কোভিড আক্রান্ত মানুষদের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ২০০ থেকে ২৫০ বেডের কোভিড হাসপাতাল তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে । সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের পর আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি । খুব তাড়াতাড়ি আমরা মানুষকে বিনামূল্যেএই পরিষেবা দিতে সক্ষম হব । এই পরিকল্পনায় সামিল হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই।’

    লেখাটির সঙ্গে কিছু ছবিও পােস্ট করেছেন রাজ চক্রবর্তী। এমনকি তার সেই পােস্টে অনেকেই সাহায্যের আর্জি জানিয়েছেন। দেশজুড়ে করোনার দাপটে নাজেহাল অবস্থা মানুষের। সেই আঁচ পড়েছে বাংলাতেও। তৃতীয় বারের মতো তৃণমুলের জয়ের পর, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে বিধানসভায় শপথ গ্রহণ করেই স্পষ্ট জানিয়েছিলেন , তাদের প্রধান কাজ করোনা নিয়ন্ত্রণ করা। সেই কথা মাথায় রেখেই রাজের এই উদ্যোগ।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...