দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিধানসভায় ব্যারাকপুরের বিধায়ক হিসাবে শপথগ্রহণের পরেই কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের পথে নামলেন পরিচালক রাজ চক্রবর্তী । ২০০ থেকে ২৫০ বেডের কোভিড হাসপাতাল খােলার উদ্যোগ নিয়েছেন পরিচালক তথা তৃণমূল বিধায়ক।
সূত্রের খবর , তিনি সম্প্রতি ব্যস্ত রয়েছেন ব্যারাকপুর এলাকার কাজেই। শনিবার সােশ্যাল মিডিয়ায় তিনি লেখেন , ‘ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ১০৮ ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র এবং সংলগ্ন অঞ্চলের কোভিড আক্রান্ত মানুষদের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ২০০ থেকে ২৫০ বেডের কোভিড হাসপাতাল তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে । সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের পর আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি । খুব তাড়াতাড়ি আমরা মানুষকে বিনামূল্যেএই পরিষেবা দিতে সক্ষম হব । এই পরিকল্পনায় সামিল হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই।’
লেখাটির সঙ্গে কিছু ছবিও পােস্ট করেছেন রাজ চক্রবর্তী। এমনকি তার সেই পােস্টে অনেকেই সাহায্যের আর্জি জানিয়েছেন। দেশজুড়ে করোনার দাপটে নাজেহাল অবস্থা মানুষের। সেই আঁচ পড়েছে বাংলাতেও। তৃতীয় বারের মতো তৃণমুলের জয়ের পর, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে বিধানসভায় শপথ গ্রহণ করেই স্পষ্ট জানিয়েছিলেন , তাদের প্রধান কাজ করোনা নিয়ন্ত্রণ করা। সেই কথা মাথায় রেখেই রাজের এই উদ্যোগ।