দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:করোনা আবহের মধ্যেই আজ রাজভবনের থ্রোন রুমে শপথ গ্রহণ করলেন মন্ত্রীরা। আজ সকাল ১০:৪৫ নাগাদ রাজ্যপাল জগদীপ ধনকড় পৌঁছানো মাত্রই জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় মন্ত্রী সভার শপথ গ্রহণ অনুষ্ঠান।
উল্লেখ্য বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয় বারের জন্য বাংলার সিংহাসনে বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।সদ্য ৫ -মে শপথ শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তার পাঁচ দিনের মাথায় আজ মুখ্যমন্ত্রীর মন্ত্রী সভায় শপথ নিয়েছেন ৪৩ জন।এবারের মন্ত্রী সভায় রয়েছে একাধিক চমক। রাজনৈতিক বিশেষজ্ঞ দের মতে রীতিমতো পরীক্ষা নিরীক্ষা করে এবারের মন্ত্রীসভা গঠন করেছেন মুখ্যমন্ত্রী।জানা গেছে এই মন্ত্রীদের মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী। এছাড়া মুখ্যমন্ত্রী বাদে আরও ৮ জন মহিলা, মন্ত্রী নিয়ে গঠন করা হচ্ছে মন্ত্রীসভা। এছাড়া৭ জন সংখ্যালঘু বিধায়কও মন্ত্রী হচ্ছেন।ক্যাবিনেটে নতুন মুখের পাশাপাশি থাকছে সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের মতো অভিজ্ঞরা।
অন্যদিকে করোনা আবহে এবার ভার্চুয়াল মাধ্যমে শপথ গ্রহণ করলেন রাজ্যের তিন মন্ত্রী। তাঁরা হলেন অমিত মিত্র, ব্রাত্য বসু, রথিন ঘোষ।উল্লেখ্য অসুস্থতার কারণে ভোটে না দাঁড়ালেও এদিন শপথ নিয়েছেন আমিত মিত্র। এছাড়া করোনার কারণে মাত্র সাত মিনিটের মধ্যে শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হয়।
পূর্ণমন্ত্রীদের তালিকায় রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, সাধন পাণ্ডে, অরূপ রায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাঁজা-সহ অন্যান্যরা।এছাড়া এবারের মন্ত্রী সভায় রয়েছে একঝাঁক নতুন মুখ। তাঁদের মধ্যে রয়েছেন বীরবাহা হাঁসদা, জঙ্গলমহলের জ্যোৎস্না মাণ্ডি, শ্রীকান্ত মাহাতো।এছাড়াও শপথ নিয়েছেন মনোজ তিওয়ারি, রত্না দে নাগ, আখরুজ্জামান, দিলীপ মণ্ডল, অখিল গিরি সহ-বেশ কয়েকজন। এদিন মন্ত্রীসভার শপথ নেওয়ার পর তাঁরা প্রত্যেকেই জানিয়েছেন এই মুহূর্তে তাঁদের সকলের মূল লক্ষ্য করোনা মোকাবিলা করে রাজ্য কে করোনা মুক্ত করা।
এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন কুশল বিনিময়ের পর বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাথে কথা বলতে দেখা যায় তাঁকে।অনান্য মন্ত্রীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন রাজ্যপাল।