দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:করোনার নাজেহাল গোটা দেশ। সংক্রমণের সাথে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। পশ্চিমবঙ্গেও সংক্রমণের হার উদ্বেগজনক। এই পরিস্থিতিতে গতকালই পিছিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। এবার পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। আজ এমনটাই ইঙ্গিত দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস।
রাজ্যের বেলাগাম করোনা সংক্রমণের জেরে আজ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন “মাধ্যমিক পিছোলে উচ্চমাধ্যমিকও পিছোবে। পরীক্ষার্থীদের জীবনের থেকে মূল্যবান কিছু নয়। অপেক্ষা করছি সরকারি সিদ্ধান্তের জন্য। যখনই পরীক্ষা হোক, নিজের স্কুলেই হবে। “
উল্লেখ্য গতকালই মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয় “১ জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব।”তবে পরীক্ষা পিছিয়ে যাবে না কি তা বাতিল হবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।কারণ বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করছে পর্ষদ। তাই এখন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে পর্ষদের পরবর্তী সিদ্ধান্ত।
আরও পড়ুন:ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কোথায় পাবেন? বিভ্রান্তি দূর করতে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নের
অন্যদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সম্প্রতি জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্দিষ্ট দিনেই শুরু হবে। তবে এ বার করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ছাত্র ছাত্রীরা পরীক্ষা নিজের স্কুলে অর্থাৎ হোম সেন্টারে পরীক্ষা দিতে পারবেন। আজ সংসদ সভাপতি মহুয়া দাসও একই কথা জানিয়ে বলেন মাধ্যমিক পিছোলে উচ্চ মাধ্যমিকও পিছোবে।