দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়তে পারে সাইক্লোন টাউকটে। এর জেরে গুজরাত , মহারাষ্ট্রে জারি হয়েছে সতর্কবার্তা। জানা যাচ্ছে, এই সাইক্লোনের প্রভাব পড়তে পারে বাংলাতেও।
হাওয়া অফিস জানাচ্ছে, টাউকটের জেরে পশ্চিমবঙ্গেও হতে পারে প্রবল ঝড়-বৃষ্টি। গতি থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলােমিটার। তবে শুধু বাংলা নয় , ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতেও প্রবল বৃষ্টিপাত হতে পারে । এদিকে ঘূর্ণিঝড় টাউকটে নিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে , মরশুমের এই প্রথম ঘূর্ণিঝড় আরব সাগরে তৈরি হচ্ছে। যার প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আবার দক্ষিণ – পশ্চিমের দিকেও এই ঘূর্ণিঝড় বাঁক নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত , গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির দেখা মিলেছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ আকাশ সাধারণত পরিস্কার থাকবে, তবে বিকেলের দিকে নামতে পারে বৃষ্টি।