দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : এখন জেলায় জেলায় টিকা নেওয়ার লাইন। টিকার জন্য রাতভোর লাইনে অপেক্ষা করছেন অনেকেই। লাইনে দাঁড়িয়েও টিকা মিলবে কিনা তা নিয়ে নিশ্চিত হতে পারেন না। রমরমিয়ে চলছে টিকার লাইনকে ঘিরে কালোবাজারি। ৫০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে টিকার লাইন। এমনটাই অভিযোগ উঠেছে হাওড়ার পাঁচলায়।
বাসিন্দাদের একাংশের দাবি, টিকা নেওয়ার জন্য দীর্ঘ লাইন পড়ে। অনেকে আবার গভীর রাত থেকে লাইন দেন। বয়স্ক লোকজনের পক্ষে এভাবে লাইনে দেওয়া সম্ভব নয়।
সেই সুযোগটাই কাজে লাগিয়েছিলেন স্থানীয় কয়েকজন যুবক। যাদের টিকার দরকার তাদের জন্য আগের রাত থেকে লাইন দিতেন তারা। লাইন পিছু ৫০০ টাকা, কখনও আবার ১০০০ টাকা দরে লাইন বিক্রির অভিযোগ।
বিষয়টি জানাজানি হতেই আপত্তি তোলেন বাসিন্দাদের একাংশ। এনিয়ে বচসা বাধে এলাকায়। পুলিশ এসে গণ্ডগোল থামায়। পরে স্থানীয় থানার ওসি ঘটনাস্থলে আসেন। একবার রাতে এসে লাইনে কতজন রয়েছেন তা মিলিয়ে নেন। পরের দিন আবার লাইনে দাঁড়ানো লোকজনের সংখ্যা মিলিয়ে দেখা হয়।
কিন্তু এভাবে পুলিশ পাহারায় রোজ টিকা দেওয়া কি আদৌ সম্ভব ! সে নিয়ে উঠছে প্রশ্ন। শেষ পরামর্শ অনুযায়ী, টিকাগ্রহণ কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করার কথা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে রাখতে এমন সিদ্ধান্ত। এছাড়াও টিকার লাইন বিক্রির সুযোগ থাকবে না আর তখন।