দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হােস্টেলের একাংশ সেফ হােম গড়ার জন্য দিতে রাজি হলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে রাজ্য সরকারের কাছেও প্রস্তাব পাঠানো হয়েছে। সেই প্রস্তাবে সায় দিয়েছে কলকাতা পুরসভা। সূত্রের খবর , যাদবপুর থানার পাশে বিশ্ববিদ্যালয়ের মেন হােস্টেলের ছ’হাজার স্কোয়ারফিট জায়গা সেফহােম হিসেবে দিতে রাজি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয়ের তরফে এই জায়গাটি দেওয়া হলেও যাবতীয় পরিচালনার দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে জানিয়েছেন উপাচার্য সুরঞ্জন দাস।
তিনি বলেন, “ছাত্ররা ভলেন্টিয়ার সার্ভিস দিতে পারেন । তবে বাকি পরিকাঠামাে ও তার দেখভাল সরকারকেই দেখতে হবে।” গত মাসের শেষেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেফ হােম তৈরির দাবি জানিয়ে পড়ুয়াদের তরফ থেকে উপাচার্য সুরঞ্জন দাসকে চিঠি দেওয়া হয়েছিল । অধ্যাপকরাও এই দাবিকে সমর্থন করেছিলেন। তবে শেষমেশ সেই কাজ শুরু হল। সেইমতােই রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করা শুরু হয়েছে।
করোনার জেরে পরিস্থিতি খুবই সঙ্কটে। তার উপরে হাসপাতালের বেড়ে থেকে শুরু করে অক্সিজেন সবেতেই ঘাটতি। এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগে বহু রােগীই মেন হােস্টেলের সেফ হােমে চিকিৎসা পেতে পারেন বলেই আশা করা যাচ্ছে।