দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘তাউটে’। সেই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন ।
শনিবার সকালে মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, শুক্রবার রাত আড়াইটের সময় লাক্ষাদ্বীপ এবং আরব সাগরের পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব এলাকায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘তাউটে’। তা কেরালার কান্নুরের থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিমে ৩০০ কিলোমিটার, গুজরাতের ভেরাবলের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৯৯০ কিলোমিটার দূরে অবস্থিত। আগামী কয়েক ঘণ্টায় তা ক্রমশ গতি বাড়িয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকালে গুজরাত উপকূলের কাছে পৌঁছাবে। সেই সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৩৫-১৪৫ কিলোমিটার।
তার আগে সোমবার রাত ১১ টা ৩০ মিনিট নাগাদ ঝড়ের তীব্রতা সবথেকে বেশি থাকবে। সেইসময় ঘণ্টায় ১৫০-১৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়।
‘তাউটে’-এর দাপটে শনিবার থেকেই লাক্ষাদ্বীপ, কেরালা, তামিলনাড়ুর ঘাট জেলা, কর্নাটকের উপকূলবর্তী এলাকা ও ঘাট জেলার পার্শ্ববর্তী অঞ্চল, কঙ্কন ও গোয়া উপকূল, গুজরাত এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানে বৃষ্টি শুরু হতে পারে। ইতিমধ্যে কয়েকটি এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে।
অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়ার আশঙ্কায় ইতিমধ্যে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ করেছে রাজ্য সরকারগুলি। সমুদ্র উত্তাল থাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের আরব সাগরে যেতে নিষেধ করা হয়েছে। নীচু এলাকায় বসবাসকারী পরিবারগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে । এই ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত আছে ভারতীয় নৌবাহিনী। জাহাজ, বিমান, হেলিকপ্টার, বিপর্যয় মোকাবিলা দল, ডুবুরি দলকে প্রস্তুত রাখা হয়েছে।