দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:করোনা কাড়ল আরও এক প্রাণ। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক, তথা জি ২৪ ঘণ্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়।তাঁর মৃত্যু সাংবাদিকতার জগতে নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি। আজ রাত ৯টা ২৫ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র ৫৬ বছর বয়সে তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা সংবাদজগত।
জানা গেছে গত ১৪ ই এপ্রিল করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রথমে ভেন্টিলেশনে থাকার পর একমো সাপোর্টে ছিলেন তিনি।পরে তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। আজ রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিতার জীবনে শুরুটা করেছিলেন আনন্দবাজার পত্রিকার হাত ধরে। এরপর ২৪ ঘন্টা টিভি চ্যানেলের জন্মলগ্ন থেকেই ছিলেন তিনি। মৃত্যুর আগে পর্যন্ত ২৪ ঘন্টার এডিটর হিসাবে কাজ করে গিয়েছেন। এছাড়া দীর্ঘ সাংবাদিকতার জীবনে একসময় কাজ করেছেন ইটিভি, আকাশবাংলা, এবং TV9-এও অল্প সময়ের জন্য এডিটর হিসেবে কাজ করেছিলেন তিনি।