দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:আজই নারদকাণ্ডে রাজ্যের বর্তমান এবং প্রাক্তন চারজন নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করেছে সিবিআই। এসবের মধ্যেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
উল্লেখ্য এবারের নির্বাচনী প্রচারে গিয়ে একাধিক বার বিজেপির নেতা মন্ত্রীদের একাধিকবার বহিরাগত বলে আক্রমণ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। এই বহিরাগত ইস্যু ছাড়াও, কেন্দ্রীয় বাহিনী কে মুখ্যমন্ত্রী যেভাবে আক্রমণ করেছেন সেবিষয়ে এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।
জানা গেছে তিনি এই অভিযোগপত্র ইতিমধ্যেই রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজিপি ছাড়াও জাতীয় মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশনেও পাঠিয়েছেন দিলীপ ঘোষ।
রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ করে দিলীপ ঘোষ বলেছেন, “ভোটের আগে একাধিক প্রচারে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করেছেন মমতা। মহিলাদের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছিলেন। এধরনের একাধিক উসকানি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।” এছাড়াও তিনি অভিযোগ করেছেন, “নির্বাচনের পরে রাজ্যজুড়ে তাণ্ডব চালাচ্ছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। এর পিছনেও দলীয় নেত্রীর ইন্ধন রয়েছে।” পাশাপাশি তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে প্ররোচনামূলক বলে দাবি করেছেন তিনি