দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : করােনার সঙ্গে লড়াইয়ের অন্যতম সেরা হাতিয়ার টিকাকরণ । দুই দেশীয় টিকা , কোভিশিল্ড ও কোভ্যাক্সিন ভারতের বাজারে গত বছরের শেষেই চলে এসেছে । বর্তমানে ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই সেই টিকা নেওয়ার ছাড়পত্র পেয়েছে । এর মধ্যেই আবার নয়া বিপদের আশঙ্কা ।
‘ দ্য ন্যাশনাল কমিটি অন সিরিয়াস অ্যাডভার্স ইভেন্টস ফলােয়িং ইমিউনাইজেশন ‘ ( এইএফআই ) সংখ্যায় অল্প হলেও কিছু কিছু ক্ষেত্রে কোভিশিল্ড টিকা নেওয়ার পর অনেকের রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দিচ্ছে । টিকা নেওয়ার পর নানারকম উপসর্গ দেখা দেওয়া বেশ স্বাভাবিক ঘটনা । অনেকেরই জ্বর আসছে , গা – হাত – পায়ে ব্যথা , পেট খারাপ , বমি , শ্বাসকষ্টের মতাে উপসর্গ বেশ পরিচিত । তবে রক্ত জমাটের ঘটনা বেশ বিরল হলেও তা কিছুক্ষেত্রে হচ্ছে ।
সূত্রের খবর , দেশে এখনও পর্যন্ত ৬১৭ জনের শরীরে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে । ১০ কোটি টিকাকরণের মধ্যে এই সংখ্যা খুবই নগন্য ।
এইএফআই – এর এক আধিকারিক জানাচ্ছেন , ‘পশ্চিমী দেশগুলিতে এই টিকাকরণের পর রক্ত তঞ্চনের ঘটনা অনেক বেশি পরিমাণে দেখা দিচ্ছে । দক্ষিণ এশীয় দেশগুলির বাসিন্দাদের মধ্যে সেই প্রবণতা অনেকটাই কম।’
৩১ মার্চ এইএফআই কমিটির তরফে জানানাে হয়েছে , ‘ভারতে এখনও পর্যন্ত টিকা দেওয়ার পরে ৭০০ টি এই ধরনের ঘটনা সামনে এসেছে । তার মধ্যে ৬১৭ জনের শরীরে রক্ত জমাট বাঁধার ফলে খারাপ প্রভাব দেখা দিয়েছে , এমনকি মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।’