দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : কোভিড রোগীদের জন্য হাসপাতালে বেডে অভাব। সেই সমস্যা মেটাতে রাজ্যের স্কুলগুলিকেই সেফ হোমে বদলে ফেলার সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দপ্তর। জেলাশাসকদের চিঠি দিয়ে দ্রুত স্কুলগুলি স্যানিটাইজ করে সেফ হোমের উপযুক্ত করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, রবিবার জেলাশাসকদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে স্কুলগুলিকে ফাঁকা ও জীবাণুমুক্ত করার কথা বলা হয়েছে।এরপর এই রিপোর্ট সরকারের কাছে পাঠানোর পরই স্কুলগুলির দরজা খুলে যাবে সেফ হোম হিসেবে। কোন স্কুলগুলিকে সেফ হোমে পরিণত করা হবে সেই সিদ্ধান্ত নেবেন জেলাশাসকরা।
রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। এই পরিস্থিতিতে চিন্তা বাড়াচ্ছে হাসপাতালে বেডের সমস্যা। দ্রুততার সঙ্গে চাহিদা পূরণের চেষ্টা করছে প্রশাসন। এবার স্কুলগুলিকে করোনা চিকিৎসায় কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হল।