দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:ছাত্রজীবনের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ তথা বড় পরীক্ষা হল মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে যা নিয়ে কার্যত দোলাচলে রাজ্যের শিক্ষা দপ্তর।যার ফলে এখন কার্যত এক অদ্ভুত অনিশ্চয়তার মুখোমুখি অসংখ্য পড়ুয়ার পঠনপাঠন।
এবিষয়ে আজ নিজের মতপ্রকাশ করলেন রাজ্যের নবনির্বাচিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরীক্ষা যে বাতিল হচ্ছে না আজ সেকথা একপ্রকার নিশ্চিত করে তিনি বলেন “পরীক্ষা হবেই। তবে সংক্রমণ কমলেই তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।”
সেইসাথে তিনি জানান এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিষয়ে শিক্ষামন্ত্রী বলেন “মুখ্যমন্ত্রী কতগুলো আপতকালীন ব্যবস্থা নিয়েছেন। এবং সংক্রমণের হার কমছে। আমরা আশা করতে পারি সংক্রমণের হার আরও কমবে। আশাবাদী হওয়া ছাড়া এই মুহূর্তে আমাদের কাছে আর কোনও বিকল্প নেই। আশাবাদী হওয়ারও যথেষ্ট কারণ রয়েছে।”তবে পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ সম্পর্কে এখনও কিছুই জানাননি তিনি।