দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আর কিছুক্ষণের মধ্যেই আঁছড়ে পড়বে ‘যশ’। বর্তমানে দিঘা থেকে প্রায় ৯০ কিলােমিটার দূরে অবস্থান ঘূর্ণিঝড়টির । তার প্রভাবে ফুসছে দিঘা । ৩০ ফুটের বেশি জলােচ্ছ্বাস । জলমগ্ন হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী , ওড়িশার ধামড়া থেকে মাত্র ৪০ কিলােমিটার পূর্বে , দিঘা থেকে ৯০ কিলােমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে এবং বালাসাের থেকে ৯০ কিলােমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে বর্তমানে ঘূর্ণিঝড় ‘ যশ ’ অবস্থান করছে । ধামড়ায় আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ হতে পারে ১৩০ কিলােমিটার থেকে সর্বোচ্চ ১৫৫ কিলােমিটার । ইতিমধ্যেই দিঘাতে শুরু হয়ে গেছে তুমুল ঝােড়াে হাওয়া । ঘণ্টায় ৮৮ কিলােমিটার বেগে বইছে হাওয়া । ৩০ ফুটের উপরে রয়েছে সমুদ্রের জলােচ্ছ্বাস।
এদিকে, সেই জেরে কলকাতায় ৬২ কিলােমিটার বেগে হাওয়া বইছে। ঘূর্ণিঝড়ের মােকাবিলায় রাজ্য প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে । নবান্ন এবং উপান্নে খােলা হয়েছে দু’টি কন্ট্রোল রুম খােলা হয়েছে । সেখান থেকে রাতভর পরিস্থিতির দিকে নজর রাখেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তর হয়ে নবান্নের কন্ট্রোল রুমে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। যাতে কোনও বিপদ হয় তাই বুধবার কলকাতার বেশিরভাগ ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বন্ধ গার্ডেনরিচ , তারাতলা , পার্ক স্ট্রিট , উল্টোডাঙা , চিংড়িহাটা , গড়িয়াহাট , এজেসি বােস এবং মা ফ্লাইওভার।
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া দফতর সূত্রে খবর, শহরে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।