30 C
Kolkata
Thursday, June 8, 2023
More

    বির্তকে বাবা রামদেব, তাকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : কিছুদিন আগে এক অনুষ্ঠানে রামদেব বলেন, অ্যালোপ্যাথিক চিকিৎসা কার্যকরী নয়। অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। কোভিড নিয়ন্ত্রণে অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যর্থ।
    এই মন্তব্য ঘিরে শোরগোল পড়েছে চিকিৎসক মহলে। আইএমএ তরফ থেকে ক্ষমা দাবি করেছিল রামদেবের কাছ থেকে। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও
    চিঠি লিখে রামদেবকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন এই ধরনের মন্তব্য চিকিৎসকদের মনোবলে আঘাত করবে।

    তারপর বাবা রামদেব যদিও ক্ষমা চান।
    কিন্তু ফের একবার একটি টিভি অনুষ্ঠানে চিকিৎসকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। অ্যালোপ্যাথিক চিকিৎসাকে স্টুপিড বলে উল্লেখ করেন। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ আই এম এ উত্তরাখণ্ড।

    ইতিমধ্যেই রামদেবের বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়েছে। জানানো হয়েছে ১৫ দিনের মধ্যে ভিডিও পোস্ট করে এবং লিখিতভাবে ক্ষমা চাইতে হবে রামদেবকে।

    এদিন সোশ্যাল মিডিয়ায় ‘অ্যারেস্ট বাবা রামদেব’ নামে একটি ট্রেন্ড চলে। যা নিয়ে ফের বিতর্কে জড়ান রামদেব।
    আই এম এর উপর কটাক্ষ করে বাবা রামদেব বলেন, ‘ওদের বাবারও ক্ষমতা নেই বাবা রামদেবকে গ্রেপ্তার করে। ওরা শুধুমাত্র কিছুটা শোরগোল তৈরি করার চেষ্টা করছে’।

    এই ঘটনায় রামদেবকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রের ট্যুইট, ‘স্বামী রামদেবকে গ্রেফতার করার সাধ্য কারও বাপের নেই। ঠিকই বলেছেন রামদেব‌। কারণ বাবা আর ভাই বিপক্ষ দলকে অ্যারেস্ট করার জন্য আছে’ এই টুইটে তীব্র শোরগোল পড়েছে নেটিজেনদের মধ্যে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...