দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : কিছুদিন আগে এক অনুষ্ঠানে রামদেব বলেন, অ্যালোপ্যাথিক চিকিৎসা কার্যকরী নয়। অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। কোভিড নিয়ন্ত্রণে অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যর্থ।
এই মন্তব্য ঘিরে শোরগোল পড়েছে চিকিৎসক মহলে। আইএমএ তরফ থেকে ক্ষমা দাবি করেছিল রামদেবের কাছ থেকে। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও
চিঠি লিখে রামদেবকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন এই ধরনের মন্তব্য চিকিৎসকদের মনোবলে আঘাত করবে।
তারপর বাবা রামদেব যদিও ক্ষমা চান।
কিন্তু ফের একবার একটি টিভি অনুষ্ঠানে চিকিৎসকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। অ্যালোপ্যাথিক চিকিৎসাকে স্টুপিড বলে উল্লেখ করেন। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ আই এম এ উত্তরাখণ্ড।
ইতিমধ্যেই রামদেবের বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়েছে। জানানো হয়েছে ১৫ দিনের মধ্যে ভিডিও পোস্ট করে এবং লিখিতভাবে ক্ষমা চাইতে হবে রামদেবকে।
এদিন সোশ্যাল মিডিয়ায় ‘অ্যারেস্ট বাবা রামদেব’ নামে একটি ট্রেন্ড চলে। যা নিয়ে ফের বিতর্কে জড়ান রামদেব।
আই এম এর উপর কটাক্ষ করে বাবা রামদেব বলেন, ‘ওদের বাবারও ক্ষমতা নেই বাবা রামদেবকে গ্রেপ্তার করে। ওরা শুধুমাত্র কিছুটা শোরগোল তৈরি করার চেষ্টা করছে’।
এই ঘটনায় রামদেবকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রের ট্যুইট, ‘স্বামী রামদেবকে গ্রেফতার করার সাধ্য কারও বাপের নেই। ঠিকই বলেছেন রামদেব। কারণ বাবা আর ভাই বিপক্ষ দলকে অ্যারেস্ট করার জন্য আছে’ এই টুইটে তীব্র শোরগোল পড়েছে নেটিজেনদের মধ্যে।