27 C
Kolkata
Monday, May 29, 2023
More

    আগামী ১৫ জুন পর্যন্ত রাজ্যে ফের বাড়ল লকডাউনের মেয়াদ

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:রাজ্যজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ফের আগামী ১৬ দিনের জন্য অর্থাৎ ১৫ জুন অবধি আগের মতোই কড়া নিষেধাজ্ঞা জারি করলেন খোদ মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে ইতিপূর্বে ৩০ মে পর্যন্ত রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধ জারি করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ ফের একবার সেই  নিষেধাজ্ঞার মেয়াদ  বাড়ানোর কথা জানান মুখ্যমন্ত্রী।ফের একবার এই আংশিক লকডাউনের  মেয়াদ বাড়ানো হলেও এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন “কেউ লকডাউন বলবেন না, এটা বাধানিষেধ। “

    বর্তমান নিয়ম জারি থাকলেও শিল্পক্ষেত্রে বেশ কিছু ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী।এপ্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন “পাটের বিভিন্ন সামগ্রী চাইছে পাঞ্জাব। তাঁরা বারবার অনুরোধ করছে। তাই তাঁদের কথা মাথায় রেখে এবার পাটশিল্পে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে।” সেইসাথে এদিন মুখ্যমন্ত্রী বলেন কড়া বাধানিষেধ জারি করে করোনা সংক্রমণ বেশ কিছুটা কমানো গিয়েছে তাই করোনা শৃঙ্খল রুখতে ফের মেয়াদ বাড়ানো হয়েছে।

    এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন “কড়া বাধানিষেধ জারি করে করোনা সংক্রমণ বেশকিছুটা কমানো গিয়েছে। তাই এর মেয়াদ কিছুটা বাড়ানো হল। আপনাদের অসুবিধার জন্য আমি ক্ষমাপ্রার্থী।” উল্লেখ্য, ইতিপূর্বে ৩০ মে পবর্যন্ত রাজ্যজুড়ে বিধিনিষেধ জারি করা হয়েছিল। এবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ বেশ কিছুটা  বাড়ানো হল। তবে ছাড় দেওয়া হল পাটশিল্প এবং নির্মাণ শিল্পের ক্ষেত্রে।

    আরও পড়ুন:যশের আগেই তৈরি হল কলকাতার বুকে টর্নেডো আছড়ে পড়ার আশঙ্কা, সতর্কবার্তা দিলেন খোদ মুখ্যমন্ত্রী

    একনজরে জেনে নিন কী কী বিধিনিষেধ জারি থাকছে–

    এখনকার মতোই জরুরি পরিষেবা বাদে বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে।চশমার দোকান, ওষুধের দোকান খোলা থাকবে।ই কমার্স ও হোম ডেলিভারির ক্ষেত্রে ছাড় থাকছে।সব ধরনের জমায়েত বন্ধ থাকবে।আগের মতোই বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের উপস্থিতিতে ছাড় থাকছে।পরিবহনের ক্ষেত্রে সমস্ত লোকাল ট্রেন, মেট্রো, বাস, লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে।ব্যক্তিগত গাড়ি, অটো, টোটো চলাচল বন্ধ থাকবে।সমস্ত স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।অন্যদিকে মুদির দোকান, বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত।জামাকাপড় ও গয়নার দোকান খোলা থাকবে দুপুর ১২টো থেকে ৩টে পর্যন্ত।মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্স, রেস্তরাঁ, স্পা, বিউটি পার্লার,চিড়িয়াখানা, পার্ক।জুট শিল্প খোলা থাকবে ৩০ শতাংশ কর্মী নিয়ে।চা বাগানে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজে ছাড় থাকছে। দেহ সৎকারের কাজে ২০ জন উপস্থিত থাকতে পারবেন।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    বাতিল হতে চলেছে ২০০০ টাকার নোট !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে RBI। এমনই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল...

    শীঘ্রই আসছে ডেঙ্গু ভ্যাকসিন ! চলছে শেষ পর্যায়ের ট্রায়াল

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বর্ষার মরসুম শুরু হতে আর বেশি দেরি নেই। ফি বছরে বর্ষা মরসুম মানেই ডেঙ্গির...

    কেষ্ট গড়ে তৃণমূলে ধস ! বিজেপিতে যোগ দিল বহু মুসলিম পরিবার

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সামনেই পঞ্চায়েত ভোট। জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী। তার আগে ভাঙন অস্বস্তিতে বিপাকে পড়ছে...

    সমুদ্রে ডুবে যাওয়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে বেশ কিছু দেশ ! জানুন সেই দেশ গুলি সম্পর্কে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : উষ্ণায়নের কারণে গোটা বিশ্বজুড়ে অনেক সমস্যা দেখা যাচ্ছে। কোনও কোনও জায়গায় গ্রীষ্মকালে তুষারপাত হচ্ছে...

    শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ‘দ্য কেরালা স্টোরি’ , কি আছে বিতর্কিত ছবিতে ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ইউটিউবে ছবির ট্রেলার দেখেই বিতর্কের মেঘ ঘনিয়েছিল। মুক্তির পর তোলপাড় ফেলে দিয়েছে পরিচালক সুদীপ্ত...