দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: যশ-এর তান্ডবে বিপর্যস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ অর্থাৎ শুক্রবার রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। কথা ছিল এদিন বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তবেএদিন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কাছে বায়ুসেনার ঘাঁটি কলাইকুণ্ডাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেখা যাবে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এইসবের পিছনে যে কারন উঠে এসেছে তা হল বৈঠকে শুভেন্দু অধিকারীর উপস্থিতি। রাজ্য সরকার তাঁর উপস্থিতি মানতে নারাজ। মমতা সাফ জানিয়ে দেন, শুভেন্দু অধিকার যদি বৈঠকে থাকে তবে তিনি ওই বৈঠকে থাকবেন না।
রাজ্যের বিরােধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকেও এদিনের বৈঠকে ডাকা হয়েছে। তাছাড়া শুভেন্দু নন্দীগ্রামের বিধায়ক । পূর্ব মেদিনীপুরে তাঁর রাজনৈতিক আধিপত্য রয়েছে । গােটা পূর্ব মেদিনীপুরই ঝড়ের জন্য ক্ষতিগ্রস্ত । কিন্তু সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সচিবালয় জানিয়ে দিয়েছে , শুভেন্দু বৈঠকে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে থাকবেন না । কারণ , শুভেন্দুকে বিজেপি বিরােধী দলনেতা করলেও বিধানসভায় সরকারি ভাবে সেই মর্যাদা এখনও তিনি পাননি বলে তাঁদের যুক্তি।যদিও এক্ষেত্রে বিজেপির দাবি , শুভেন্দু অধিকারীই বিধানসভায় স্বীকৃত বিরােধী দলনেতা ।অন্যদিকে রাজ্যপাল জগদীপ ধনখড়ও এদিনের বৈঠকে থাকবেন বলে টুইট বার্তায় জানান। যদিও তাঁর উপস্থিতি ঘিরে কোনোরকম সমস্যা নেই রাজ্যের।
২ টো নাগাদ ওড়িশা ও মেদিনীপুরের উপদ্রুত এলাকা পরিদর্শন করে দুপুর ২ টোয় কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামার কথা। এবার দেখা যাক শেষপর্যন্ত বৈঠক নিয়ে কি সিদ্ধান্তে আসে রাজনৈতিক মহল।