দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবার দেশের করােনা পরিস্থিতি নিয়ে রীতিমতাে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তােপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে। তিনি বললেন, দেশে করােনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী খােদ প্রধানমন্ত্রী । সরকার করােনায় মৃতের সংখ্যা লুকোচ্ছে । প্রধানমন্ত্রী দেশের মানুষকে বাঁচানাের চেষ্টা করে নিজের ভাবমূর্তি বাঁচানাের চেষ্টা করছেন । রাহুল অভিযোগ করে বলেন, “যে সময় করােনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রীর প্রয়ােজন ছিল , সেসময় তিনি বাংলার ভােট করে বেড়িয়েছেন।”
রাহুল বলেছেন,“ প্রধানমন্ত্রী ভ্যাকসিন না দিয়ে বাংলার ভােট প্রচার করে বেড়িয়েছেন । মাস্ক ছাড়াই লক্ষ লক্ষ মানুষের জমায়েত করেছেন , তাতে কী বার্তা গেল ? মােদি আসলে প্রধানমন্ত্রী নন । তিনি ইভেন্ট ম্যানেজার । কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির জন্যই আজ দেশে করােনার দ্বিতীয় ঢেউ দেখা যাচ্ছে।থালি বাজিয়ে , তালি বাজিয়ে মাস্ক ছাড়া ভাষণ দিয়ে , লড়াইয়ের স্ট্র্যাটেজি না বানিয়ে দেশে করােনা ছড়িয়েছেন মােদি । ” বিক্ষুব্ধ কংগ্রেস নেতার মতে, “সরকার এই ভাইরাসটি কী , সেটা বুঝতেই পারেনি । বুঝতে পারলে তবে তাে লড়াই করবে।”
তিনি আরও বলেন,“ কেন্দ্র মৃত্যুহার ভুল দেখাচ্ছে । করােনা নিয়ে রাজনীতি হচ্ছে । কিন্তু এটা রাজনীতির সময় নয় , এটা দেশের ভবিষ্যতের বিষয় । আর বিরােধীরা দেশের শত্রু নয় । আমরা রাস্তা দেখাচ্ছি । আমাদের পরামর্শ শুনলে এত লােক মারা যেত না । ” রাহুলের বক্তব্য , দূরত্ব বিধি , লকডাউন বা মাস্ক পরা স্থায়ী সমাধান নয় । করােনার স্থায়ী সমাধান করতে পারে একমাত্র ভ্যাকসিন । তাই যেখান থেকে পারুন ভ্যাকসিন কিনুন । এরপরই প্রধানমন্ত্রীর উদ্দেশে কংগ্রেস নেতার বিক্ষুব্ধ মন্তব্য উঠে আসে, তিনি বলেন, “এটাই নেতা হওয়ার সময় । দম দেখান । শক্তি দেখান । ঘােষণা করুন , আমি সবাইকে ভ্যাকসিন দেব । সবার দায়িত্ব আমি নেব।”