দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবার রাজ্যসভায় মনােনীত হলেন বর্ষীয়ান আইনজীবী মহেশ জেঠমালানি। সােমবার সংসদের উচ্চকক্ষে তাঁকে মনােনীত করা হল । সূত্রের খবর, রাজ্যসভার সাংসদ হিসেবে ২০২৪ সালের মে মাস পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি।
এই বছরের আগস্টে ৬৫ বছরে পা দেবেন তিনি।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন পাসের পর , ১৯৮০ সালে ব্রিটিশ বার কাউন্সিল থেকে ব্যারিস্টার হন তিনি । গত ৪০ বছরে একাধিক মামলায় সাফল্য পেয়েছেন মহেশ জেঠমালানি। যদিও মহেশ জেঠমালানি রাজনৈতিক মহলে নবাগত নন। এর আগে তিনি বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
সম্প্রতি আর্থিক দুনীর্তি কাণ্ডে মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিংয়ের আইনজীবী হিসাবে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা লড়েছেন মহেশ।” সংসদে সম্পদ হতে পারেন মহেশ জেটমালানি । বিশেষ করে ওঁর আইনি পরামর্শ দেশের পক্ষে খুবই কার্যকরী হবে । ” রাজ্যসভায় মহেশের মনােনয়নের ব্যাপারে তাঁর সহকর্মী আইনজীবী প্রণব ভেদকার বলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি রাজ্যসভার বিজেপি সাংসদ তথা বিশিষ্ট স্থপতি ভাস্কর রঘুনাথ মহাপাত্র করােনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন। আর সেই পদ এখন খালি হওয়ায় রাজ্যসভায় মনােনীত করা হল মহেশ জেঠমালানিকে।