দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :
সাধারণ সার্জিকাল মাস্কও ঠেকাতে পারে করোনা সংক্রমন। অতি সম্প্রতি এক জার্মান সমীক্ষায় এমনই এক তথ্য বেরিয়েছে। কিন্তু যেসকল স্থানে বায়ুবাহিত রোগের ড্রপলটের ঘনত্ব বেশি রয়েছে অর্থাৎ চিকিৎসা ক্ষেত্র বা হাসপাতাল বা ভিড় কোন স্থান সেখানে N95 মাস্ক বা ট্রিপল লেয়ার মাস্ক ব্যবহার করা ভালো। সমীক্ষা বলছে তার ফলে করোনা সংক্রমনের সম্ভবনা অনেকটাই থাকে না।
এই বিশেষ তথ্য প্রকাশ হয়েছে ‘সায়েন্স’ জার্নালে। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর কেমিস্ট্রি এক বিশেষ বিবৃতি জারি করে বলেছেন, করোনা ভাইরাসের বায়ুবাহিত সংক্রমণের সময় শ্বাস-প্রশ্বাসের মিউকাস কণা গুলির মধ্যে খুব অল্প পরিমাণে জীবাণু থাকে। তাই জন্য মানুষকে কিছুটা সুরক্ষা দেয় সাধারণ সার্জিকাল মাস্ক। সমীক্ষা থেকে এই তথ্য উঠে এসেছে , যেই সব স্থানে খুব বেশি মাস্ক পরা হয়েছে। করোনা সংক্রমন অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। কিন্তু N95 বা FFP2-র এই সব মাস্ক বায়ু বাহিত রোগ সংক্রমণ রুখতে অবশ্য বেশি কার্যকরী।
সমীক্ষার সাথে যুক্ত বিজ্ঞানী ক্রিশ্চিয়ান স্কট বলেছেন, অন্যান্য ব্যবস্থার পাশাপাশি বেশি করে মাস্ক পরলে হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র বা ভিড় পরিবেশে সুরক্ষিত থাকা যায়। যেসব স্থানে সংক্রমনের বেশি ঝুঁকির সম্ভাবনা বা যেখানে রোগী থাকে বেশি , সেখানে মাস্ক খুব দরকার। করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে বেশি সতর্কতা অবলম্বন করতে মাস্ক পড়তেই হবে। আর ভ্যাকসিন যাঁরা নিয়েছেন তাঁদের যত সময় যাবে টিকার কার্যক্ষমতা কমবে। তাই মাস্কের কোন বিকল্প নেই।