দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:শারীরিক স্বাস্থ্যের ক্রমশ উন্নতি হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। আজ অর্থাৎ মঙ্গলবার উডল্যান্ড হাসপাতালের তরফে প্রকাশিত মেডিকেল বুলেটিন অনুযায়ী বুদ্ধ বাবুর রক্তে অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশ রয়েছে। এছাড়া হাসপাতালের তরফে জানানো হয়েছে বাইপ্যাপ সাপোর্টে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অক্সিজেনের মাত্রা কমিয়ে প্রতি ঘণ্টায় ১-২ লিটার করা হয়েছে । সেইসাথে তাঁর রক্তচাপ স্বাভাবিক। হৃদস্পন্দন মিনিটে ৬৫। বর্তমানে ইউরিনের মাত্রাও স্বাভাবিক রয়েছে বুদ্ধদেবের। রক্তে শর্করার পরিমাণও স্বাভাবিক।
অন্যদিকে সম্প্রতি তাঁর যে সামান্য সামান্য কাশি হয়েছিল সেটাও অনেকটা কমেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।উল্লেখ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসায় গঠন করা হয়েছিল ৬ সদস্যের মেডিক্যাল টিম। তাঁরা সর্বক্ষণ পর্যবেক্ষণ করে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
চিকিৎসকদের চিকিৎসায় ধীরে ধীরে সেরে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাই সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার বিষয়ে চিকিৎসকরা চিন্তাভাবনা করছেন বলে খবর। যদিও এর জন্য তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রেখে শারীরিক অবস্থা খুঁটিয়ে দেখতে চাইছে হাসপাতাল কর্তৃপক্ষ।