দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত ৫ মে থেকে পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে লােকাল ট্রেন। করোনা পরিস্থিতি সামাল দিতে গত ১৬ মে থেকে রাজ্যজুড়ে কার্যত লকডাউন জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ এরপরে বিধিনিষেধের মেয়াদ আগামী ১৫ জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে । রাজ্যেজুড়ে মাত্র কয়েকটা ট্রেন চলছে রেলকর্মীদের জন্য। এদিকে, বিগত কয়েক সপ্তাহে হাওড়া ও শিয়ালদা শাখা মিলিয়ে দেড় হাজারেরও বেশি চালক , গার্ড রেলকর্মী করােনায় আক্রান্ত ৷ ইতিমধ্যে শিয়ালদহ ডিভিশনে ৩০ জন রেলকর্মীর মৃত্যু হয়েছে করােনায়।
করোনাকালে সংক্রমণ থেকে কর্মীদের সুরক্ষিত রাখতে স্টাফ স্পেশ্যাল ট্রেনে যে কোনও সাধারণ যাত্রীদের ওঠার অনুমতি দিতে নারাজ রেল কর্তৃপক্ষ। তবে এতদিন শুধুমাত্র স্বাস্থ্যকর্মীদেরই স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার অনুমতি ছিল । তবে এবার ওই ট্রেনে চড়ার সুযােগ পেতে চলেছেন রাজ্যের ব্যাঙ্ককর্মীরাও।
মঙ্গলবার অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন, “বাংলার ব্যাঙ্ককর্মীদের পাশে দাঁড়িয়ে রাজ্যসরকার ইতিমধ্যেই পূর্ব রেল কর্তৃপক্ষের কাছে স্টাফ ট্রেনে চড়ার অনুমতির আবেদন জানিয়েছে। রাজ্য সরকারের সমর্থন মিলতেই কার্যত দীর্ঘদিনের বাধা পেরিয়ে স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার অনুমতি পেতে চলেছেন এ রাজ্যের ব্যাঙ্ককর্মীরা।”
এ প্রসঙ্গে AIBOC- এর পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় দাস জানান , “ইতিমধ্যেই স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার ক্ষেত্রে পূর্ব রেল কর্তৃপক্ষের ( মৗখিক সম্মতি মিলেছে ৷ হােয়াটস্যাপেও এই বার্তা পৌঁছে গিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে ৷ অপেক্ষা শুধু সরকারি ভাবে লিখিত অনুমতিপত্র হাতে পাওয়ার।”
” রাজ্য সরকারের প্রচেষ্টায় বাংলার ব্যাঙ্ককর্মীদের দুর্ভোগ অনেকটাই কমবে ৷ রাজ্যের ব্যাঙ্ককর্মীদের সহযােগিতার জন্য পূর্ব রেল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই ।” এসবিআই স্টাফ অ্যাসােসিয়েশনের প্রাক্তন ডেপুটি অশােক মুখােপাধ্যায় বলেন।