30 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    রাজ্যের স্টাফ স্পেশাল ট্রেনে চড়ার ছাড়পত্র পেল এবার ব্যাঙ্ককর্মীরাও

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত ৫ মে থেকে পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে লােকাল ট্রেন। করোনা পরিস্থিতি সামাল দিতে গত ১৬ মে থেকে রাজ্যজুড়ে কার্যত লকডাউন জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ এরপরে বিধিনিষেধের মেয়াদ আগামী ১৫ জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে । রাজ্যেজুড়ে মাত্র কয়েকটা ট্রেন চলছে রেলকর্মীদের জন্য। এদিকে, বিগত কয়েক সপ্তাহে হাওড়া ও শিয়ালদা শাখা মিলিয়ে দেড় হাজারেরও বেশি চালক , গার্ড রেলকর্মী করােনায় আক্রান্ত ৷ ইতিমধ্যে শিয়ালদহ ডিভিশনে ৩০ জন রেলকর্মীর মৃত্যু হয়েছে করােনায়।

    করোনাকালে সংক্রমণ থেকে কর্মীদের সুরক্ষিত রাখতে স্টাফ স্পেশ্যাল ট্রেনে যে কোনও সাধারণ যাত্রীদের ওঠার অনুমতি দিতে নারাজ রেল কর্তৃপক্ষ। তবে এতদিন শুধুমাত্র স্বাস্থ্যকর্মীদেরই স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার অনুমতি ছিল । তবে এবার ওই ট্রেনে চড়ার সুযােগ পেতে চলেছেন রাজ্যের ব্যাঙ্ককর্মীরাও।

    মঙ্গলবার অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন, “বাংলার ব্যাঙ্ককর্মীদের পাশে দাঁড়িয়ে রাজ্যসরকার ইতিমধ্যেই পূর্ব রেল কর্তৃপক্ষের কাছে স্টাফ ট্রেনে চড়ার অনুমতির আবেদন জানিয়েছে। রাজ্য সরকারের সমর্থন মিলতেই কার্যত দীর্ঘদিনের বাধা পেরিয়ে স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার অনুমতি পেতে চলেছেন এ রাজ্যের ব্যাঙ্ককর্মীরা।”

    এ প্রসঙ্গে AIBOC- এর পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় দাস জানান , “ইতিমধ্যেই স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার ক্ষেত্রে পূর্ব রেল কর্তৃপক্ষের ( মৗখিক সম্মতি মিলেছে ৷ হােয়াটস্যাপেও এই বার্তা পৌঁছে গিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে ৷ অপেক্ষা শুধু সরকারি ভাবে লিখিত অনুমতিপত্র হাতে পাওয়ার।”

    ” রাজ্য সরকারের প্রচেষ্টায় বাংলার ব্যাঙ্ককর্মীদের দুর্ভোগ অনেকটাই কমবে ৷ রাজ্যের ব্যাঙ্ককর্মীদের সহযােগিতার জন্য পূর্ব রেল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই ।” এসবিআই স্টাফ অ্যাসােসিয়েশনের প্রাক্তন ডেপুটি অশােক মুখােপাধ্যায় বলেন।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...