দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কিছুদিন আগেই কিউবা থেকে পালানোর পথে একপ্রকার নাটকীয়ভাবেই ডোমেনিকা থেকে গ্রেফতার হন পিএনবি কেলেঙ্কারির সাথে অভিযুক্ত হীরে ব্যাবসায়ী মেহুল চোকসি। চোকসি তার ভাগ্নে নীরব মোদীর সঙ্গে যৌথভাবে পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত। তার কিছুদিন আগে থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
ধরা পড়ার পর এখন ডমিনিকায় বেআইনি ভাবে প্রবেশ করেছিলেন কিনা তা নিয়ে আদালতে মামলা চলছে মেহুল চোকসির বিরুদ্ধে। আর এরমধ্যেই শুক্রবার আদালতে হুইলচেয়ারে করে আসতে দেখা গেল চোকসিকে। জানা গিয়েছে, হাঁটতে পারছেন না তিনি। সেই কারণেই এখন হুইল চেয়ারই ভরসা তার।
এদিন আদালতে শুনানির চলাকালীন চিফ ম্যাজিস্ট্রেট ক্যান্ডিয়া ক্যারেট জর্জ বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন মেহুল ভালো নেই।’ সূত্রের খবর, আগামী ৭ই জুন মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত আপাতত হাসপাতাল রিম্যান্ডেই রাখা হবে মেহুলকে।
প্রসঙ্গত, এর আগে ডমিনিকায় ভেসেলে মেহুল চোকসিকে ধরে পুলিশরা না কি তাকে বেধড়ক মারধর করে। এমনই অভিযোগ তুলেছেন তাঁর আইনজীবী।
তবে এখনই মেহুল চোকসিকে ভারতে ফেরানো সম্ভব নয়। সূত্রের খবর, ডমিনিকার দুই আদালতে দুটি পৃথক মামলার শুনানি রয়েছে। যতদিন সেগুলো চলবে ততদিন পর্যন্তু ভারতে পাঠানো হবে না তাকে। অন্যদিকে এইরকম কুখ্যাত অপরাধীকে দেশে ফেরাতে তৎপর ভারত। ইতিমধ্যেই লিগাল টিম গঠন করে এর প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।