দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : একুশে বিধানসভা ভোটে তারকা প্রার্থীদের ভিড় লেগেছিল প্রত্যেক দলেই। তারমধ্যে ঘাসফুল শিবিরের প্রার্থীদের জয়ের হার অনেকটাই বেশি ছিল। তৃণমূল তারকা প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য মুখ হলেন রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ ও সায়ন্তিকা ব্যানার্জি। যদিও এদের মধ্যে জয়ী হয়েছেন একমাত্র রাজই। সায়নী কিংবা সায়ন্তিকা কেউই জিততে পারেন নি। কিন্তু পরাজিত হয়েও কেউই সাংগাঠনিক পদের দায়িত্ব থেকে বঞ্চিত হলেন না। আজ শনিবার বিশেষ সাংগাঠনিক পদের দায়িত্ব পেলেন তিন তারকাই।
সম্প্রতি যুব তৃণমূলের সভানেত্রী হলেন সায়নী ঘোষ। অর্থাৎ এতদিন যে পদ অভিষেক বন্দোপাধ্যায় সামলে এসেছেন তারই দায়িত্ব পেলেন সায়নী। অন্য দিকে, সায়ন্তিকাকে নিযুক্ত করা হল রাজ্য সম্পাদকের পদে। সবচেয়ে উল্লেখ্য যে রাজ্য সাংস্কৃতিক সেলের প্রধান (কালচারাল প্রেসিডেন্ট) হিসেবে জায়গা করে নিলেন রাজ চক্রবর্তী। এতদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কর্তা ছিলেন। তাঁর সাংস্কৃতিক মহলের সঙ্গে সম্পর্কই রাজ্য সাংস্কৃতিক সেলের প্রধানের দায়িত্ব এনে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও বঙ্গজননীতে আনা হল জুন মালিয়া ও লাভলি মৈত্রকে।
বিধানসভা ভোটে ব্যারাকপুরে বিজেপি হেভিওয়েট নেতা অর্জুন সিংকে টেক্কা দেন রাজ। পরে একের পর এক মানবকল্যানমূলক কাজের মাধ্যমে তৃণমূলের এই বিধায়ক রাজনীতির ময়দানে নিজের জায়গা করে নিলেন। আধুনিক বাংলাা সিনেমার পাশাপাশি এবার রাজনীতির মাঠেও ছক্কা হাঁকাচ্ছেন রাজ।