দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সােমবার রাজ্যের স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী , শেষ ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছে ৫ হাজার ৮৮৭ জন । গতকাল সংক্রমিত হয়েছিলেন ৭ হাজার ২ জন । এই নিয়ে রাজ্যে মােট আক্রান্ত ১৪ লক্ষ ৩২ হাজার ১৯ । দৈনিক সংক্রমণের বিচারে জেলাগুলাের মধ্যে প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা । গত ২৪ ঘন্টায় সেখানে করােনা আক্রান্ত হয়েছেন ১,১৮১ জন। কলকাতায় ২৪ ঘন্টায় ৬১০ জনের শরীরে করােনা ধরা পড়েছে ।
এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৬ হাজার ৮৮৬ , যা রবিবারের থেকে ৮ হাজার ৫৬৮ কম । এখনও পর্যন্ত মােট ১৩ লক্ষ ৮৮ হাজার ৭৭১ জন সংক্রমিত ব্যক্তিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । এর মধ্যে গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৩৫২ জনকে ছুটি দেওয়া হয়েছে । গতকাল সুস্থ হয়েছিলেন ১৫ হাজার ৮৮২ জন । সুস্থতার হার বেড়ে ৯৬.৯৮ শতাংশ।
বুলেটিন অনুযায়ী , শেষ ২৪ ঘন্টায় রাজ্যে ১০৩ জন করােনা আক্রান্তের মৃত্যু হয়েছে , গতকাল এই সংখ্যাটা ছিল ১০৭। এই নিয়ে রাজ্যে করােনা। ভাইরাসের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালাে ১৬ হাজার ৩৬২।
এখনও পর্যন্ত মােট ১,২৯,১৯,৭৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এর মধ্যে শেষ ২৪ ঘন্টায় ৬০,১০৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে । গতকাল এই সংখ্যাটা ছিল ৭০,০৫৩ টি ।
সারা দেশে গত ২৪ ঘন্টায় ৮৭,২৯৫ জন আক্রান্ত হয়েছে, মৃতের সংখ্যাটা ২১১৫ জন। রাজ্যের নিরিখে দৈনিক সংক্রমণে সর্বোচ্চ তামিলনাড়ু। সেখানে আক্রান্ত হয়েছেন ১৯,৪৪৮ জন, মৃত ৩৫১ জন। রাজ্যের নিরিখে সর্বনিম্ন চন্ডীগড়, সেখানে আক্রান্তের সংখ্যা ৪৮ ও মৃতের সংখ্যা ২ জন।
রাজ্যের অনেকটা নেমেছে দৈনিক সংক্রমণ, সুস্থতার হার ৯৬.৯৮ শতাংশ

