দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কিছু দিন আগেই ত্রিপল চুরির মামলায় নাম জড়িয়েছে বিজেপির সাংসদ শুভেন্দু অধিকারী ও তার ভাই সৌমেন্দু অধিকারীর। এবার এই মামলার জিজ্ঞাসাবাদের জন্য সিআরপি-র কয়েক জন জওয়ানকে নোটিশ পাঠিয়ে তলব করল পুলিশ। আগামী ১০ই জুন তাদের ডেকে পাঠিয়েছে কাঁথি থানা।
তাদের বিরুদ্ধে অভিযোগ, গত ২৯শে মে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের উপস্থিতিতেই পুর সভায় রাখা লক্ষাধিক টাকার ত্রিপল চুরি করা হয়েছে। এছাড়াও জানা গেছে শুভেন্দু, সৌমেন্দুর নির্দেশেই চুরি গেছে ঐ ত্রিপল গুলি। যদিও ইতিমধ্যেই চুরি যাওয়া ২২টি ত্রিপল উদ্ধার করা হয়েছে। তাছাড়াও এই ঘটনায় অভিযুক্ত পুর সভা কর্মী প্রতাপ দে-কে গ্ৰফতার করেছে পুলিশ।
এই মামলার প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “শুভেন্দু মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছেন, সেটা হজম করতে পারছেন না। তাই তাঁর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে।”