দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী , রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৯৮ জনের । ৩৬ দিন আগে ৩ মে রাজ্যে করােনায় মৃত্যু পরিসংখ্যান ছিল ৯৮। করােনায় মৃত্যু তারপর থেকে প্রতিদিনই ১০০ – র গণ্ডি ছাড়িয়েছে ।
স্বাস্থ্য দফতরের আজকের পরিসংখ্যান অনুযায়ী , একদিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২৭ জন । তবে সংক্রমণ কিছুটা কমলেও উদ্বেগ কাটছে না উত্তর ২৪ পরগনার করােনা চিত্র নিয়ে । স্বাস্থ্য দফতরের আজকের পরিসংখ্যান অনুযায়ী , এই জেলায় একদিনে করােনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন । মৃত্যু হয়েছে ২৭ জনের । করােনা আক্রান্ত ও মৃত্যুর নিরিখে রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৫২৮ জন । মৃত্যু হয়েছে ২১ জনের ।
আজ স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী , রাজ্যে একদিনে করােনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ২৯০ জন । সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৪৭ শতাংশ ।
সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯২,৭১৯ জন ও মৃত্যু হয়েছে ২২২২ জনের। রাজ্যের নিরিখে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ তামিলনাড়ু , সেখানে আক্রান্তের সংখ্যা ১৮,০২৩ ও মৃত্যু হয়েছে ৪০৯ জনের এবং রাজ্যের সর্বনিম্ন সংক্রমণ চন্ডীগড়,সেখানে আক্রান্তের সংখ্যা ৭১ ও মৃত্যু হয়েছে ৫ জনের।
আগামী ২১ জুন থেকে ১৮ ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্রীয় সরকার , ভ্যাকসিন কিনতে হবে না রাজ্যগুলিকে । এই ঘােষণা করেছেন প্রধানমন্ত্রী ।
স্বস্তি ফিরিয়ে ৩৬ দিন পর রাজ্যে করোনার দৈনিক মৃত্যু ১০০ – র নীচে !

