দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দীর্ঘ বছর ধরে পায়ে লােহার শিকল বাঁধা। বেঁচে থেকেও স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত ছিল। দীর্ঘদিন পর অবশেষে স্বাধীনতার স্বাদ পেলো বাঁকুড়ার জঙ্গলের একটি হাতি । বহুদিন লােহার বেড়ি পরানাে অবস্থায় ঘুরে বেড়ানাের পর বনদপ্তরের উদ্যোগে অবশেষে মুক্তি পেল সে । জানা গেছে, বৃহস্পতিবার বাঁকুড়া উত্তর বন বিভাগের উদ্যোগে বাঁকুড়ার জঙ্গল জুড়ে পায়ে লােহার বেড়ি পরানাে অবস্থায় ঘুরে বেড়ানাে হাতিটিকে ঘুম পাড়ানি গুলি করে তার পায়ের বেড়ি খোলে বন দপ্তর।
বনদপ্তর সূত্রে খবর, পুরুষ হাতিটির বয়স সম্ভবত ২৫ বছরের কাছাকাছি। একসময় বাঁকুড়ার জঙ্গলে দাপিয়ে বেড়িয়েছে সে । প্রায় দেড় বছর আগে তার দাপটে অতিষ্ট হয়ে বনদপ্তর তার চারপায়ে লােহার বেড়ি পরায় । এরপর ফের ওই হাতিটিকে জঙ্গলে ছাড়ার সময় একপায়ে লােহার বেড়ি খুলতে পারেননি বনকর্মীরা । দীর্ঘ কয়েক মাস ধরে জঙ্গলে পায়ে লােহার বেড়ি পরে ঘুরে বেড়ানাের ফলে হাতিটির পায়ে গভীর ক্ষত দেখা যায়।
সম্প্রতি বড়জোড়া সংলগ্ন এলাকার বাসিন্দাদের নজরে পড়ে ওই হাতিটি। পায়ে লােহার বেড়ির সঙ্গে গভীর ক্ষত নিয়ে হাতিটিকে জঙ্গল পথে দেখে এগিয়ে আসেন ওই জঙ্গলমহল এলাকার বাসিন্দাদের একাংশ।
এরপর বনদপ্তরের তাগিদে হাতিটিকে ঘুম পড়ানো গুলি করে অবশেষে সেই বেড়ি খোলা হয়। উল্লেখ্য, এর আগেও তার বেড়ি খোলার চেষ্টায় ব্যার্থ হয় বনকর্মীরা। তবে এবারের চেষ্টায় সেটিকে সম্পূর্ণ খোলা যায়। এবং ক্ষত স্থানের চিকিৎসা করে ওই হাতিটিকে ফের বনে পাঠানাে হবে বলেও জানিয়েছেন বনকর্মীরা।
এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দুর্গাপুর রেঞ্জের মুখ্য বনপাল কুণাল ডেইভিল । এ বিষয়ে তিনি বলেন, অবশেষে মুক্তি পেল হাতিটি । তবে আগামী একমাস তার উপর নজরদারি চালানাে হবে।”