দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
তিনি বিতর্ক বাড়িয়ে কুনাল ঘোষের বাড়িতে আগেই গিয়েছিলেন, এবার পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা বাড়িতে হাজির হলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার দুপুরেই সদ্য মাকে হারিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ বাবু। সেই কারণেই নিছক সৌজন্যের এই সাক্ষাৎ বলে জানাচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল। তবে রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, ক্রমান্বয়ে এই ধরনের সাক্ষাতে পুরনো দলের সাথে দুরত্ব কমলেও কমতে পারে।
এই নিছক ব্যাখ্যা টুকু উড়িয়েও দেওয়া যাবে না। কারণ আজ পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যুর খবর পেয়ে সেখানে ছুটে যান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একে একে হাজির হন সুব্রত বক্সী, সুব্রত মুখার্জি থেকে মালা রায়রা। শোকের আবহে গিয়ে উপস্থিত হন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। তাই এই আবহে গুঞ্জন তো হবেই। এখন নিছক সৌজন্যের মধ্যে অনেকে অন্য রাজনীতির গন্ধ পাচ্ছেন।
প্রসঙ্গত সোমবার সন্ধ্যে বেলায় কুনাল ঘোষের বাড়িতে পৌঁছে যান রাজীব। প্রায় দেড় ঘন্টা কথা হয় রাজীব-কুনালের। রাজীব এবং কুনাল দুজনে বুঝিয়ে দেন রাজনৈতিক দূরত্ব অনেকটা বেড়েছে তবে দাদা-ভাইয়ের সম্পর্কটা রয়েই গিয়েছে। কিন্তু জল্পনা তাতে একটুও থামেনি। আজ সেই জল্পনাতে আরও ইন্ধন দিল আজ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাজীবের উপস্থিতি। সেই সময়ে তৃণমূলের অন্য নেতারাও তৃণমূল মহাসচিবের বাড়িতে ছিলেন।