দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আগামী ১৬ জুন থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে বীরভূমের তারাপীঠের মন্দির। সোমবার সেবাইতদের বৈঠকের পর এমনটাই জানানো হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। তবে জারি থাকবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ।
করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যের অন্যান্য মন্দিরের পাশাপাশি বন্ধ হয়ে গিয়েছিল তারাপীঠের মন্দিরও। এই সময় কেবল সেবাইতদেরই পালা করে মায়ের পুজো করার অনুমতি ছিল। মন্দিরের দ্বার বন্ধ থাকলেও, ভিডিও কলের মাধ্যমেই মায়ের দর্শন করছিলেন ভক্তরা। তারাপীঠ মন্দিরের সেবাইত সংঘের তরফে উদ্যোগ নিয়ে ভিডিও কল করে মায়ের দর্শনের ব্যবস্থা করছিলেন। পুণ্যার্থীদের দাবি মেনে ভিডিও কলে তাঁদের নাম, গোত্র ধরে পুজোও দিয়ে দেন তাঁরা। পুণ্যার্থীদের কাছে সংকল্প করা পুজোর ফুলও পাঠিয়ে দেওয়া হচ্ছিল ডাকযোগে। রাজ্যে সংক্রমণের গ্রাফ নিমতেই মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৬ তারিখ থেকে মন্দির খুললেও ভক্তদের জন্য জারি থাকবে একাধিক বিধিনিষেধ। মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে, গর্ভগৃহে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। তোলা যাবে না কোনওপ্রকার সেলফি। মায়ের বিগ্রহকে স্পর্শ করা কিংবা জড়িয়ে ধরা যাবে না। দীর্ঘদিন পর মন্দির খোলার ঘোষণায় আনন্দিত ভক্ত থেকে স্থানীয় ব্যবসায়ীরা।
বিধি মেনে চলতি মাসের ১৬ তারিখে ভক্তদের জন্য খুলছে তারাপীঠের মন্দির

