দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরও দেখা মিলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
আজ সারাদিনই বৃষ্টির প্রভাব থাকবে বলে জানা যাচ্ছে।ভারী বৃষ্টি হওয়া সম্ভাবনা কলকাতা, দুই ২৪ পরগণা, হুগলি, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমানে। অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আর সর্বোনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ আকাশ প্রধাণত মেঘলা থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।