দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:করোনার থাবায় নাজেহাল গোটা দেশ। এর হাত থেকে বাঁচতে চিকিৎসক থেকে বিশেষজ্ঞ প্রত্যেকেরই এক্ষেত্রে পরামর্শ টীকাকরণই একমাত্র উপায়।বলা হচ্ছে টীকা নিলে প্রাণের ঝুঁকি টা কমবে করোনা হলেও অতটা বাড়াবাড়ি পর্যায়ে যাবে না। একদিকে বিশেষজ্ঞরা যখন এহেন পরামর্শ দিচ্ছেন, তখনই দেশে এবার এই প্রথম করোনা টীকা নেওয়ার পরেও মৃত্যু হল এক বৃদ্ধের। জানা গেছে এক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া অ্যানাফিল্যাক্সিস (Anaphylaxis)-এর জেরে করোনা ভ্যাকসিন নেওয়ার পরও মৃত্যু হয়েছে ৬৮ বছর বয়সী এক বৃদ্ধের। ইতিমধ্যে সরকারি প্যানেলের তরফেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে যারা পর্যবেক্ষণ করছিলেন সেই বিশেষজ্ঞরাই এই মৃত্যুর কথা জানিয়েছেন। জানা গেছে ওই বৃদ্ধ ৮ মার্চ টিকা নিয়েছিলেন । তারপরই ভ্যাকসিন নেওয়ার পার্শ্ব প্রতিক্রিয়ায় তাঁর শরীরে অ্যালার্জি বা অ্যানাফিল্যাক্সিস দেখা যায়। এরপরেই অ্যানাফিল্যাক্সিসে তাঁর মৃত্যু হয়।
উল্লেখ্য করোনা টিকা দেওয়ার পরে ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে ৩১টি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়।তারই মধ্যে অন্যতম একটি কারণ হল অ্যানাফিল্যাক্সিস।এবিষয়ে জাতীয় AEFI কমিটির চেয়ারপার্সন ডক্টর এনকে অরোরা বলেছেন, “এটাই দেশের প্রথম মৃত্যু যেখানে মৃত্যুর কারণে হিসেবে করোনার ভ্যাকসিন নেওয়ার পর অ্যানাফিলেক্সিসের প্রভাব রয়েছে। কিন্তু আপনারা যদি বৃহত্তর পরিধিতে দেখেন, তাহলে এত টিকাকরণের মাঝে এটি একটি বিরল ঘটনা। ৩১টি কেস নিয়ে আমরা তদন্ত করেছি, এবং একজনের মাত্র মৃত্যুর কারণ এটি পাওয়া গিয়েছে। তবে দুজনের অ্যানাফিলেক্সিস থাকলেও, তার সঙ্গে টিকার কোনও যোগ নেই। অ্যানাফিলেক্সিস হলে তা চিকিৎসা করা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব। “
আরও পড়ুন:দেশে ও রাজ্যে পাল্লা দিয়ে কমছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার
জানা গেছে ওই বৃদ্ধ ছাড়াও ২১ বছরের একজন মেয়ে এবং ২২ বছরের একজন ছেলের শরীরে অ্যানাফিলেক্সিসের প্রভাব পাওয়া গিয়েছে। তবে তাঁরা দু’জনেই হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে গিয়েছেন।
উল্লেখ্য সরকারি হিসাবে ভ্যাকসিন নেওয়ার পর এই প্রথম একজনের মৃত্যু হলেও। সূত্রের খবর ভ্যাকসিন নেওয়ার পর এখনও পর্যন্ত আরও ৩ জনের মৃত্যু হয়েছে। কিন্তু সরকারি প্যানেল মাত্র একজনের মৃত্যুর খবরই নিশ্চিত করেছে।