দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিজেপিতে ভাঙন বেড়েই চলেছে। দলত্যাগীদের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। আর এবার সেই তালিকাতে নাম লেখালেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হলেন তিনি।
নিজস্ব সোস্যাল মিডিয়া হ্যান্ডেলে রূপা গঙ্গোপাধ্যায় লেখেন, ‘রাজনীতিকে গ্ল্যামারাইজ করে লাভ নেই। অনেক রক্ত ঝরলেও কেউ পাশে থাকে না।’ এই পোস্টেই কি তিনি দলত্যাগের কথা বলছেন?
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের সময় খুব একটা তৎপর দেখা যায়নি রূপা গঙ্গোপাধ্যায়কে। সেই সময় আবার রাকেশ সিং-পামেলা কাণ্ডে আবার দলকে অস্বস্তিতে ফেলে তিনি বলেছিলেন, পুলিশ যা করেছে, ঠিক করেছে। এবার ফের একবার দলকে বিঁধে সোশ্যাল মিডিয়াতে পোস্ট রূপার।
একসময়ে বাংলায় বিজেপির অন্যতম মুখ হিসেবে পরিচিত রূপা গঙ্গোপাধ্যায় বিগত বেশ কয়েক বছর ধরে তাঁকে সামনের সারিতে আসতে দেখা যায়নি। আর এবার দলের বিপক্ষে নিজের ক্ষোভ উগরে দিয়ে বিজেপির দলবদলুদের তালিকা কি তিনি আরও বাড়ালেন! এই আশঙ্কাতেই এখন জর্জরিত গেরুয়া শিবির।