দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:গোটা বিশ্ব যখন করোনার কবলে ,তখন করোনা মুক্তির উল্টো পথে হেঁটে গোটা বিশ্বকে নতুন করে আশা দেখিয়েছে ইজরায়েল। করোনা মুক্তির পর এখন সে দেশের সর্বত্র এখন স্বস্তির নিঃশ্বাস।তাই গত ১৮ ই এপ্রিল থেকেই ইজরায়েলে খোলা জায়গায় মাস্ক ব্যবহারের নিয়ম তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে সে দেশের সরকার। খুলে দেওয়া হয়েছে সেদেশের সমস্ত কিন্ডারগার্টেনস, এলিমেন্টারি এবং হাইস্কুল। এরফলে আগের মতোই স্কুলমুখী হয়েছে একঝাঁক কচিকাঁচা।
আর এসবের মধ্যেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইজরায়েলের এমনই একটি স্কুলের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একটি ক্লাসরুমে একজন শিক্ষক ক্লাসে উপস্থিত বাচ্চাদের জানাচ্ছেন আর মাস্ক পরে থাকা বাধ্যতামূলক নয়। আর অবশেষে মাস্ক পরা থেকে এই ছুটি মেলায় যারপরনাই আনন্দে আত্মহারা হয়ে ওঠে বাচ্চারা। প্রসঙ্গত একদিকে ইজরায়েলে যখন বাচ্চারা মাস্ক না পরার আনন্দে উচ্ছসিত।অন্যদিকে তখন আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে বাড়ির চার দেওয়ালে বন্দী শৈশব। ঘরবন্দী ভার্চুয়াল ক্লাস করে হাঁপিয়ে উঠেছে সবাই।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে মাস্ক না পরার কথা শোনা মাত্রই আনন্দে, লাফিয়ে, চিৎকার করে আবার কেউ কেউ মাস্ক ছিঁড়ে নিজেদের মনের ভাব প্রকাশ করতে শুরু করে বাচ্চারা । মাস্ক পরা থেকে অবশেষে মুক্তি মেলায় তারা যে কতটা খুশি হয়েছে তার ছাপ স্পষ্ট তাদের চোখে মুখে।
দেখা গেছে রিক স্মল নামের ইজরায়েলের এক প্রাক্তন ইঞ্জিনিয়ার নিজের টুইটার হ্যান্ডল থেকে ওই ভিডিওটি শেয়ার করেছেন। তবে ক্যালকাটা মিররের তরফে এই ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি। তবে ওই দেশে এখন মাস্ক পরা বাধ্যতামূলক না করা হলেও ব্যক্তিগত হাইজিন, ক্লাসরুমের ভেন্টিলেশন এবং সামাজিক দূরত্ববিধি সঠিকভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।