দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজও বৃষ্টির দেখা মিলল বাংলায়। গতকাল সারাদিনের বৃষ্টির পর জলমগ্ন দশা কলকাতার। আবহাওয়া দফতর সূত্রে খবর,আজও দিনভর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আশঙ্কা করা হচ্ছে এই বৃষ্টির ফলে নদীর জলের পরিমাণ আরও বাড়বে। ফলে, কলকাতা শহর এবং তৎসংলগ্ন এলাকাগুলো জলমগ্ন হতে পারে।
গত সপ্তাহেই রাজ্যে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু ৷ এখন সেই মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে জোরাল ভাবে অবস্থান করছে । যার জেরে এদিনও রাজ্যের সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস ৷ বিশেষ করে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিরর সম্ভাবনা রয়েছে ৷
জানা যাচ্ছে, আগামী ২-৩ ঘণ্টায় কলকাতা , হাওড়া , হুগলি , দুই মেদিনীপুর , দক্ষিণ ২৪ পরগনা , উত্তর ২৪ পরগনার কিছু অংশেও বজ্রবিদ্যুৎ – সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর , রবিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি চলবে ৷
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ আকাশ প্রধাণত মেঘলা থাকবে। কলকাতা-সহ পাশ্ববর্তী এলাকায় দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।