দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:৩১ জুলাইয়ের মধ্যেই সিবিএসইর দ্বাদশ শ্রেণীর ফল ঘোষণা করা হবে। আজ দেশের শীর্ষ আদালতে এমনটাই জানিয়ে দিল সিবিএসই বোর্ড। তবে কোনো পড়ুয়া ওই ফলাফলে অসন্তুষ্ট থাকলে পরবর্তীতে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময়ে সশরীরে পুনরায় পরীক্ষায় বসতে পারবেন।
এদিন দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মূল্যায়নের সংশয় দূর করে অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল জানান, দশম থেকে দ্বাদশ শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতে ঠিক হবে সিবিএসই দ্বাদশের ফল।অর্থাৎ দশম শ্রেণি, একাদশ শ্রেণি এবং দ্বাদশ শ্রেণির ইউনিট টেস্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় পড়ুয়ারা যে নম্বর পেয়েছেন, তাঁর গড় করে নম্বর দেওয়া হবে দ্বাদশ শ্রেণিতে।
আরও পড়ুন:শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানালেন বৈশাখী বন্দোপাধ্যায়
দশম শ্রেণির ৫টি বিষয়ের মধ্যে সেরা তিনটি বিষয় বেছে নিয়ে সেই বেস্ট অফ থ্রি’র গড়ের ভিত্তিতে দেওয়া হবে ৩০ শতাংশ নম্বর। এছাড়া একাদশ শ্রেণির ক্ষেত্রেও বেস্ট অফ থ্রি বের করে ৩০ শতাংশ নম্বর দেওয়া হবে।আর বাকি ৪০ শতাংশ নম্বর দেওয়া হবে দ্বাদশ শ্রেণির ইউনিট টেস্ট, টার্ম পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলাফলের গড় নম্বরের ভিত্তিতে।