দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবার টাকা চুরির দায়ে গ্ৰেফতার হল হিন্দি সিরিয়ালের দুই অভিনেত্রী। জানা গেছে, সুরভী শ্রীবাস্তব ও মহসিনা শেখ নামের এই দুই অভিনেত্রী অনেক দিন ধরেই মুম্বাইয়ের এক অভিজাত এলাকার এক আবাসনে থাকতেন। তাদের বিরুদ্ধে অভিযোগ যে, সেখানেই এক বাসিন্দার লক্ষাধিক টাকা চুরি করে পালিয়ে যান তাঁরা।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে তাদের পাকড়াও করা হয়। তারপর জিজ্ঞাসাবাদ করার সময় তাঁরা নিজেরাই নিজেদের দোষ শিকার করে নেন। তারপর সেই টাকা উদ্ধার করে পুলিশ। কিন্তু কি কারণে এই করলেন। সেই বিষয়ে কিছু জানাননি তাঁরা।
প্রসঙ্গত, হিন্দি অপরাধ মূলক ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’ এবং ‘সাবধান ইন্ডিয়া’-তে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই দুই অভিনেত্রী। কিন্তু অপরাধ মূলক ধারাবাহিককে কাজ করতে করতে এবার নিজেরাই অপরাধি হয়ে গেলেন তাঁরা