দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বাংলায় ভােট পরবর্তী হিংসা মামলার বিচার প্রক্রিয়া থেকে এবার সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বাঙালি বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে ভােট পরবর্তী হিংসায় দুই বিজেপি কর্মীর খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। নিহত কর্মীদের পরিবার সিবিআই বা সিট তদন্তের আবেদন জানিয়ে অভিযোগ দাখিল করেছিল। আর এই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চে ছিলেন ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ও।
আর এবার এই বিচার প্রক্রিয়া থেকে তিনি তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে খবর। এ বিষয়ে ইন্দিরা বন্দ্যোপাধ্যায় বলেছেন , তিনি এই মামলা শুনতে চান না । তিনি বলেন , ‘আমি চাই না এই বিচার প্রক্রিয়া আমার এজলাসে হােক।’
বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় সরে দাঁড়ানাে ফলে এই মামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। মনে করা হচ্ছে যে, বিচারপতি নিজে কলকাতার বাসিন্দা , তাই তাঁর এজলাসে বিচার প্রক্রিয়া চললে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এমন ভাবনা থেকেই হয়ত তিনি নিজেকে এই মামলা থেকে সরিয়ে নিয়েছেন।
পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর একাধিক রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস একে অপরকে দায়ি করেছে। তবে এখনও পর্যন্ত পুলিশ ভোট সন্ত্রাসে মৃত্যুর ঘটনার সঠিক পরিসংখ্যান দেয়নি। যদিও এই মর্মে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। নারীদের ওপর হওয়ার হিংসার অভিযোগও দায়ের করা হয়েছে। অন্যদিকে কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের হয়েছে। আর তারমধ্যে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এই জাতীয় মামলা থেকে সরে দাঁড়ানোয় আপাতত স্থগিত রাখা হয়েছে এই মামলা।